প্রেমের গান – Bangla Love Song

ভালোবাসা আর প্রেম। সারাজীবন শব্দদুটো ব্যবহার করেছি, কিন্তু কখনো গভীর করে ভেবে দেখা হয়নি, শব্দদুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায়? শব্দদুটো ভীষণ কাছাকাছি, কিন্তু তবুও একটা পার্থক্যতো আছেই। আমার ব্যক্তিগত ভাষ্য হলো, ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে  । বিশেষ কোন “সাবজেক্ট”-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে বা এই প্রেম নিয়েই কিছু প্রেমের গান আপনাদের সামনে তুলে ধরছি।

এই ভালোবাসা — ছবি-সাথী, শিল্পী-মনু

এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়।।
ওই দুটি চোখে
যেন কিছু বলে যায়।।

কবে তুমি নাম ধরে ডাকবে,
কবে তুমি হাতে হাতে রাখবে।।
সেই আশাতে দিন কাটাতে,
মন শুধু চায়।।
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়।।

কেন তুমি আছ বহুদূরে,
দাও ধরা এসে বাহু ডোরে।।
এই কবিতা সেই বার্তা,
লিখে দিয়ে যাই।।
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখে
যেন কিছু বলে যায়।।

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া

প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি

প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ
ইচেছ নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়

মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত সকাল লিখছি তোর হাতে নাম
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত সকাল লিখছি তোর হাতে নাম
প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ
ইচেছ নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়

ইচেছরা মেলেছে আজ ডানা
তোর সাথেই পালাতে নেই মানা
ভেঙ্গে দে সব সীমানা লাগাম
ইচেছরা মেলেছে আজ ডানা
তোর সাথেই পালাতে নেই মানা
ভেঙ্গে দে সব সীমানা লাগাম
প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ
ইচেছ নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়।।

প্রেম আমার 

ধীগি ধীগি জ্বালা বুকের মাঝে এ
প্রেমের ফাগুনে
গোলে যায় মন মোমের মত হৃদ্বয়ের
আগুনে
মনে যন্তনা প্রেমে সান্তনা তবু
আশা কি থামে
কিছু স্বপ্ন যে পেল রং খুজে আজ
তোমারই নামে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার এ হে প্রেম আমার
প্রেম আমার হো ও প্রেম আমার এ এ এ
প্রেম আমার ও হো প্রেম আমার

এই আগুন পেল যে ছোয়া পড়ে মন
ওঠেনা ধোয়া
এই আগুন দিল যে ছোয়া পড়ে মন
ওঠেনা ধোয়া
নীল আন্ধকার প্রেম বারেবার এই
বুকে ঢ়েউ তোলে
বাধ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ
তোলে স্বপ্নেরই মনে
প্রেম আমার ও হো প্রেম আমার
দু চোখে প্রেমেরই নেশা খোজে আজ
চুরির ভাষা
দু চোখে প্রেমেরই নেশা খোজে আজ
সরীর ভাষা
সব চুপ কথা হই রূপকথা চাঁদ
মেঘে যে ঢ়াকে
মনে রং মাথে স্বপ্ন
বাকে ভালবাসারই দানে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার এ হে প্রেম আমার
প্রেম আমার হো ও প্রেম আমার এ এ এ
প্রেম আমার ও হো প্রেম আমার।।

মধুর মিলন 

এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো
এসো এসো..

একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে
হো একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে
পথ চেয়ে বসে আছি আসবে কখন
পথ চেয়ে বসে আছি আসবে কখন
এসো এসো..
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো
এসো এসো..
যেখানেই চোখ রাখি তোমাকেই খুজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই

হো যেখানেই চোখ রাখি তোমাকেই খুজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই
কোন মানা মানে না তো এ অবুঝ মন
কোন মানা মানে না তো এ অবুঝ মন
এসো এসো..
এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন
এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো

একটা চিঠি দিলাম লিখে

একটা চিঠি দিলাম লিখে
মনের কথা আজ তোমাকে
দেখো যেনো কেউ দেখেনা
মন মানে না, আমার মন মানে না
মন মানে না, আমার মন মানে না

বুঝে নিও তুমি আজ কি কারণে
মন মানে না, কেনো কোনো মানা
ও… কখন পুরানো কোন খাঁচা ছেড়ে
কোন আকাশে মেলে খুশির ডানা

সীমানা কেন সে রাখে না
.হা.. অচেনা দূর’কে হয় চেনা

একটা চিঠি দিলাম লিখে
মনের কথা আজ তোমাকে
দেখো যেনো কেউ দেখেনা
মন মানে না, আমার মন মানে না
মন মানে না, আমার মন মানে না

চিঠি পড়ে যেনো দিওনা ফেলে
তুলে রেখো তোমার ভালবাসা
যখন খুশি তা পড়ে নিও আবার
তোমার মনেরই আলো আশা

এ চিঠি র তো পাবেনা
কখনও হারিয়ে যাবে না

একটা চিঠি দিলাম লিখে
মনের কথা আজ তোমাকে
দেখো যেনো কেউ দেখেনা
মন মানে না, আমার মন মানে না
মন মানে না, আমার মন মানে না

শেষ কথা 

প্রেম বলতে তার কথা ভেবে গুন্ গুন্ করে গান গাওয়া, প্রেম বলতে তার কথা ভেবে  জানলার দিকে তাকিয়ে কবিতা, প্রেম বলতে তার কথা ভেবে গান লেখা সমস্ত ব্যাপারটা পুরো মাখো মাখো। অপ্পরের গান গুলো যেগুলো আছে সবাই মোটামুটি সুর জানেন গান গুলোও সবারই জানা ও চেনা। ভালো বসুন ও ভালো রাখুন আর অনেক অনেক গান করুন।