Maa Jagadhatri puja vidhi in bengali- Jagadhatri Mantra

Maa Jagadhatri – জগদ্ধাত্রী পূজা

শ্রীশিব উবাচ।
আধারভুতে চাধেয়ে ধৃতিরূপে ধুরন্ধারে।
ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্ৰি, নমোহস্তুতে॥১
শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্ৰহে।
শাক্তাচার-প্ৰিয়ে দেবি জগদ্ধাত্ৰি নমোহস্তুতে॥২
জয়দে জগদানন্দে জগদেক প্ৰপূজিতে।
জয় সৰ্ব্বগতে দুর্গে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৩
পরমাণু স্বরূপে চ দ্ব্যণুকাদি স্বরূপিণি।
স্থলাদিসূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৪

সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ প্ৰাণাপানাদিরূপিণ।
ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্ৰি নমোহস্তুতে॥৫
কালাদিরূপে কালেশে কালাকাল বিভেদিনি।
সর্ব্বস্বরূপে সর্ব্বজ্ঞে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৬
মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে।
প্ৰপঞ্চ-সারে সাধ্বীশে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৭
অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরি বরাঙ্গনে।
অশেষরূপে রূপস্থে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৮
দ্বিসপ্তকোটিমন্ত্রাণাং শক্তিরূপে সনাতনি।
সৰ্ব্বশক্তিস্বরূপে চ জগদ্ধাত্রি নমোহস্তুতে॥৯

তীর্থ-যজ্ঞতপোদানযোগসারে জগন্ময়ি।
ত্বমেব সৰ্ব্বং সর্ব্বন্থে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥১০
দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখ-মোচিনি।
সর্ব্বাপত্তারিকে দুৰ্গে জগন্ধাত্রি নমোহস্তুতে॥১১
অগম্যধামধামস্থে মহাযোগীশ-হৃৎপুরে।
অমেয়ভাবকূটস্থে জগদ্ধাত্রি নমোহস্তুতে॥১২
ইতি শ্ৰীজগদ্ধাত্রীকল্পে জগদ্ধাত্রীস্তবঃ॥

অর্থ

1. শ্ৰীশিব বললেন, হে জগদ্ধাত্ৰি! তুমি নিখিল জগতের আধার ও আধেয় স্বরূপ, তুমি ধৃতিরূপা, তুমি সমস্ত জগতের ভার বহন করছ, তুমি অচল স্বরূপা; জগৎ ধারণ করেও তুমি ধীরভাবে অবস্থিতা রয়েছ তোমাকে নমস্কার৷

2. তুমি শব, তুমিই শক্তি, তুমিই শক্তিতে অবস্থান করছ, আবার তুমিই শক্তি বিগ্ৰহধারিণী। তুমি শাক্তদের সপ্তাচারে সন্তুষ্টা। হে দেবি! হে জগদ্ধাত্ৰি! তোমাকে নমস্কার।

3. হে জগদ্ধাত্ৰি! তুমি ভক্তদের সম্বন্ধে জয় প্ৰদান করে থাক, তুমি জগদানন্দরূপিণী, এই অনন্ত জগতের মধ্যে একমাত্ৰ তুমিই পুজিতা। হে সৰ্ব্বব্যাপিাণি দুর্গে দেবি! তোমার জয় হোক, তোমাকে নমস্কার৷

4. হে জগদ্ধাত্রি! তুমি পরমাণু ও দ্ব্যণুকাদি স্বরূপিণী, তুমি স্থূল ও সুক্ষ্মরূপা, তোমাকে নমস্কার।

5. হে জগদ্ধাত্রি! তুমি সূক্ষ্মাতিসূক্ষ্মরূপা, প্ৰাণাপানাদি পঞ্চবায়ু রূপা, তুমি ভাবাভাব স্বরূপিণী, তোমাকে নমস্কার।

6. হে জগদ্ধাত্ৰি! তুমি কালাদিরূপা, কালেশ্বরী এবং কালাকাল-বিভেদ কারিণী, তুমি সর্ব্বরূপিণী সৰ্ব্বজ্ঞা, তোমাকে নমস্কার।

7. হে জগদ্ধাত্ৰি! তুমি অভক্তদের মহাবিঘ্ন কারিণী, আবার ভক্তদের উৎসাহ-দাত্রী, হে মহামায়ে! তুমি বরদাত্রী, তুমি নিখিল প্ৰপঞ্চ মধ্যে সারবস্তু, তুমি সাধ্ববীদের ঈশ্বরী, তোমাকে নমস্কার।

8. হে জগদ্ধাত্রি! তুমি অগম্যস্বরূপা, জগতের আদিভূত, মাহেশ্বরী, তুমি বরাঙ্গনাস্বরূপা, অশেষরূপ-ধারিণী, তোমাকে নমস্কার।

9. হে জগদ্ধাত্রি! তুমি দ্বিসপ্তকোটি মন্ত্রের শক্তিস্বরূপ, নিত্যা, সৰ্ব্বশক্তিস্বরূপিণী, তোমাকে নমস্কার।

10. হে জগদ্ধাত্রি! তুমি তীর্থ, যজ্ঞ, তপস্যা, দান ও যোগের সারভূত পদার্থ, তুমি জগন্ময়ী, তুমি সৰ্ব্বস্বরূপিণী, আবার সর্বস্থিতাও তুমি, তোমাকে নমস্কার।

11. হে জগদ্ধাত্ৰি! তুমি দয়ারূপিণী, তুমি ভক্তগণকে দয়া করে দর্শন দিয়ে থাক, তোমার হৃদয় দয়া দ্বারা আর্দ্রীকৃত, তুমি ভক্তদের দুঃখ মোচনকারিণী, হে দুর্গে! তুমি সমস্ত আপদ হতে ত্ৰাণ করা, তোমাকে নমস্কার.

12. হে জগদ্ধাত্ৰি! মহাযোগীর ঈশ্বর যিনি তাঁর হৃদয়পদ্মে যে ধাম, যে ধামে যাওয়া যায় না। সেই তোমার ধাম, সীমাশূন্য স্থির ভাব রাশিতে তোমার অবস্থান, তোমাকে নমস্কার।

জগদ্ধাত্রী ধ্যান(অর্থ সহ)

সিংহঙ্কন্ধাধি-সংরূঢ়াং নানালঙ্কার-ভূষিতং।
চতুর্ভুজাং মহাদেবীং নাগ-যজ্ঞোপবীতিনীম॥
শঙ্খ শার্ঙ্গ-সমাযুক্ত-বাম-পাণিদ্বয়ান্বিতাং।
চক্ৰঞ্চ পঞ্চবাণাংশ্চ ধারয়ন্তীঞ্চ দক্ষিণে॥
রক্তবস্ত্রপরীধানাং বালার্ক সদৃশীতনুং।
নারদাদ্যৈমুনিগণৈঃ সেবিতাং ভবসুন্দরীম॥
ত্ৰিবলীবলিয়োপেত-নাভিনাল-মৃণালিনীং।
রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন-সমন্বিতে॥
প্ৰফুল্ল-কমলারূঢ়াং ধ্যায়েত্তাং ভবগেহিনীম্‌।
দূং জগদ্ধাতৃদুর্গায়ৈ নমঃ॥

তুমি সিংহের স্কন্ধে আরূঢ়া, নানা অলঙ্কারে অলঙ্কৃতা, চতুর্ভূজা, মহাদেবী, এবং তুমি সর্পকে যজ্ঞোপবীত রূপে ধারণ করে আছ। তোমার বামহস্তদ্বয়ে শঙ্খ ও ধনু, দক্ষিণ হস্তদ্বয়ে চক্র ও পঞ্চবাণ। তুমি রক্ত বস্ত্ৰ পরিধান করে আছ, তোমার শরীর বালসুৰ্য্যের ন্যায়। তুমি ভবসুন্দরী, নারদাদি মুনিগণ তোমাকে সেবা করছেন। তোমার উদরে নাভিপদ্মের মৃণালের মত রোমাবলী বলায়াকার ত্ৰিবলীর সাথে যুক্ত। হৃদয়স্থিত সুধাসমুদ্র মধ্যবৰ্ত্তী রত্নময় মহাদ্বীপে যে সিংহাসন তার উপরে প্রফুল্প কমলে তুমি উপবেশন করে আছ। মহাদেবের গৃহলক্ষ্মী তুমি। তোমাকে ঐ ভাবে আমরা ধ্যান করি।