এসো মা লক্ষ্মী বসো ঘরে Lyrics

বন্ধুরা অনেকেই আছেন আপনারা মা লক্ষীর এই গান টা  অনেকেই গাইতে চান বা অনেকেই খোঁজে। তাই পুরো গান টা আপনাদের জন্য দিলাম অনেক কাজে আসবে। সাথে আরেকটা গান সংলগ্ন করে দিলাম সেটাও কাজে আসবে।

এসো মা লক্ষ্মী বসো ঘরে

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থেকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থেকো আলো করে।।
আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম ঘর
আমের পল্লব দিলাম জলভরা ঘট।
পান-সুপারী সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভর আমার এ ঘরে।।
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থেকো আমার এ ঘরে।।

মঙ্গল দীপ জ্বেলে

মঙ্গল দীপ জ্বেলে
অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো
তাদের মার্জনা করো প্রভু।
আ—আ—আ—ও—ও—ও—।।
যে তুমি আলো দিতে
প্রতিদিন সূর্য্য উঠাও
ওদের বুঝিয়ে দাও সেই তুমি
পাথরেও ফুল যে ফোটাও
জীবন মরুতে করুণাধারায় ঝরো প্রভু।।
বলো তার কি অপরাধ
জন্ম হয়েছে যার পাঁকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে
ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু।।