বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প

১৮ থেকে ৪৫ বছর বয়স্ক যে কোনও বেকার যুবক/যুবতী যার পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নিচে, সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে গ্রহণযোগ্য কোনও প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই সীমা ৫ বা তার বেশী সদস্য যুক্ত কোনও দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর হতে পারে।

একঝলকে দেখে নেওয়া যাক hide

‘আত্মমর্যাদা’ প্রকল্পে এককভাবে (এক থেকে চার জন) ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে এবং আত্মসন্মান প্রকল্পে (পাঁচ জন বা তার বেশী) যৌথভাবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নেওয়া যাবে।

৫ শতাংশ অর্থ নিজেদের বিনিয়োগ করতে হবে। ৩০ শতাংশ অর্থ রাজ্য সরকার দেবে সরকারি অনুদান হিসাবে। (সর্বোচ্চ অনুদানঃ আত্মমর্যাদায় – ১.৫ লক্ষ টাকা, অত্মসন্মানে – ৩.৫ লক্ষ টাকা।) বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক/আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋন হিসাবে দেওয়া হবে।

যদি উদ্যোগীদের কর্মবিনিয়োগ কেন্দ্রের কার্ড না থাকে তাহলে তারা এই প্রকল্পের সুযোগ নেবার জন্য বেকারী সংক্রান্ত শংসাপত্র নিতে হবে – 
1. ব্লক এলাকার জন্য – গেজেটেড অফিসার / গ্রামপঞ্চায়েত প্রধান
2.পৌর এলাকার জন্য – গেজেটেড অফিসার / পৌরসভার কাউন্সিলার 
3.পৌর নিগমের ক্ষেত্রে – গেজেটেড অফিসার / পৌরনিগমের কাউন্সিলার

এই প্রকল্প গ্রামীণ বা শহুরে এলাকায় যে কোনো ধরনের ক্ষুদ্র শিল্প , উৎপাদন একক ,ট্রেডিং ইউনিট , সার্ভিস পয়েন্ট এছাড়াও কৃষি ও প্রাণী সম্পদ যুক্ত যেকোনো এককের জন্য প্রযোজ্য। কেন্দ্র সরকারি , রাজ্য সরকারি এবং সরকার অনুমোদিত কোনো সংস্থায় কর্মরত বা তার পরিবার এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না।

অর্থসংস্থান

 1. প্রকল্প ব্যায়ের ৫ শতাংশ আবেদনকারী কে দিতে হবে।
2. ৩০ শতাংশ রাজ্য সরকারের অনুদান ( একক প্রকল্পে সর্বাধিক ১.৫ লক্ষ্য এবং যৌথ প্রকল্পে সর্বাধিক ৩.৫ লক্ষ্য টাকা )
3. বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট অংশ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হরে দেওয়া হবে।

বিভিন্ন প্রকল্পের লিস্ট 

  1. Agrobased Industries :
    a) Mustard Seed Processing
    b) Potato Cheaps Processing & Selling
    c) Muri Making
    d) Ghee Manufacturing
    e) Noodles Making & Selling
    f) Bamboo & Cane Furniture Making & Selling
    g) Tomato Sauce Making & Selling
    h) Chanachur Making
  2. Horticulture :
    a) Nursery & Grafting
    b) Ornamental Floriculture
    c) Seed Business
  3. Animal Husbandry:
    a) Dairy
    b) Poultrv
    c) Goat Rearing
  4. Fishery :
    a) Aquarium & Ornamental Fisheries
    b) Pisciculture
    c) Fishing Net making
  5. Manufacturing& Production(Non– Agro ) :-
    a) Soft Toy Making.
    b) Bungle from Sankha.
    c) Baluchari Saree Making.
    d) Tin Box Production.
    e) Manufacture of Concrete Rings.
    f) Weaving.
    g) Grill & Gate Manufacturing.
    h) Manufacturing of Battery.
    i) Wooden Furniture.
    j) Bidi Making.
    k) Drinking Water Packaging.
    I) Steel Furniture.
    m) Soap Making.
    n) Brass Utensil Making.
    o) Khata Manufacturing.
    p) Mustard Oil Mill.
  6. Trade & Business:
    a) Medicines wholesale.
    b) Fertilizer Pesticide & Seed business.
    c) Cement wholesale.
    d) Building material trading.
    e) Bedding material.
    f) Cloth shop.
    g) Spare parts selling.
    h) Book selling.
    i) Audio Casette wholesale.
    j) Readymade garments.
    k) Grocery & Stationery.
    l) Shoe & Footwear business.
    m) Rice & Paddy business.
  7. Service :
    a) Transport Service.
    b) Motor Cycle Repairing Garage.
    c) Tailoring.
    d) Electrical Wiring.
    e) Hair Cutting Saloon.
    f) Laundry.
    g) Hotel.
    h) Lethe Workshop.
    i) Offset Printing.
    j) Beauty Parlour.
    k) Ambulance.
    l) Tractor / Power tiller.
    m) STD Booth, Xerox.
    n) Auto Rickshaw.
    o) Computer Training.

যোগাযোগ : আপনার নিকটবর্তী ব্লক বা মুনিসিপিলিটি অফিসের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের এস এইচ জি সুপারভাইসার বা প্রকল্প স্বহায়ক এর সাথে যোগাযোগ করুন।

শেষ কথা 

আমাদের  এরকম অনেক প্রকল্প এসেছে আর ভবিষ্যতে আসবে যাতে করে আমাদের সমাজে বা আমাদের বাংলায় পিছিয়ে থাকা মানুষদের  স্বস্তি মেলে।  প্রত্যেকটি প্রকল্প আমাদের অত্যন্ত জনপ্রিয় ও খুউব কর্মযোগী। ধন্যবাদ বাংলার মানুষকে আর ধন্যবাদ বাংলার মানুষদের জন্য ভাবার জন্য।