Romantic Bangla Sms Collection – ভালো বাসার এস এম এস

প্রেমে থাকা মানে ভালো থাকা, এমনটা সাধারণত খুব বিশেষ কাউকে বলতে শোনা না গেলেও, এ যে আমাদের মনের কথা তা আমরা জানি। আমাদের মনের মধ্যে যে প্রতিনিয়ত যে অনুভূতি গুলো কাজ  সব থেকে সুক্ষ ও তীক্ষ্ণ হল প্রেম। প্রেম আমাদের জীবনে  আমরা প্রথম আমাদের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল হই, আমাদের পার্থিব চাওয়া – পাওয়া, আশা – আকাঙ্খা সব মিলিয়ে  আমাদের জীবনের প্রতি এক অমোঘ প্রেম নিয়েই আমরা জন্ম নি, ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে আমরা আমাদের নিজেদেরকে বুঝতে শিখি, জানতে শিখি নিজেদের পছন্দের সম্পর্কে জানি তাকে মূল্য দি।  এমন চলে বেশ অনেকদিন, তারপর এক সময় যখন আমরা ধীরে ধীরে আমাদের জীবনের একটা এমন সময়ে আসি যেখানে আমরা আমাদের জীবন টা, আমাদের যাপন ভাগ করে নিতে পারি, অন্য আর একজন মানুষের সাথে তার সাথে আমাদের প্রাণের সম্পর্ক তৈরী হয়। এমনই এক সময় আমাদের জীবনে প্রেম আসে, একেবারে অন্য রূপে। যখন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের বেঁচে থাকা অন্য আর একজনকে কেন্দ্র করে হয়ে ওঠে. আমরা বেড়ে উঠি তাদের কেন্দ্র করে।  তখন আমাদের ভাবনা চলে। আর তা বেড়ে ওঠে কবির ভাবনায় ও ভালোবাসার কবিতা গুলিতে।

Romantic Bangla Sms Collection – ভালো বাসার এস এম এস

ভালোবাসার কথা বললে প্রেম কোনো না কোনো ভাবে এসেই যায়। আর নেই মতের ভিন্নতাও আছে , কারুর কারুর মতে প্রেম আর ভালোবাসা দুটোই আদ্যন্ত আলাদা।  বলেন একে অপরের দোসর, এরা কখনোই আলাদা হতে পারেনা। আমরা জানি যে আমাদের স্কুল জীবনের প্রেম আর বিবাহত্তর প্রেম দুই ধরনের সংজ্ঞা আলাদা হয়। আমরা স্কুলে পড়াকালীন কৈশোরে প্রেম সম্পর্কে ঠিক যেমনটা ভেবে থাকি পরে আরো খানিকটা বড় হওয়ার পর আমাদের ভাবনা একরকম থাকেনা , তা বদলায় সময়ের সাথে সাথে।আর এই বদলাতে  থাকা প্রেমের সংজ্ঞাই খানিকটা কবির ভাষায় বলা হল এখানে।  দেখে নিন এই প্রেমের কোটস বা বাংলা প্রেমের এস এম এস গুলি।

1. প্রথম কলির কথা – রবীন্দ্রনাথ ঠাকুর 

আমার   মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥
তখনো কুহেলীজালে,
সখা,   তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥
এখনো বনের গান,   বন্ধু হয় নি তো অবসান–
তবু   এখনি যাবে কি চলি।

2. প্রেমেরো জোয়ারে – রবীন্দ্রনাথ ঠাকুর (রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা)

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে– বাঁধন খুলে দাও, দাও দাও দাও।
ভুলিব ভাবনা,পিছনে চাব না,–পাল তুলে দাও, দাও দাও দাও॥

3. মোর প্রিয়া হবে রানী – কবি কাজী নজরুল ইসলাম 

মোর প্রিয়া হবে এসো রানী দেবে খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাদের দুল
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস সারির দোলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাধিব মেঘরং এলোচুল ।।

(নজরুলের প্রেমের কবিতা)

4. ও যে মানে না মানা – রবীন্দ্রনাথ ঠাকুর। 

বিধুর বিকল হয়ে খেপা পবনে
 ফাগুন করিছে হাহা ফুলের বনে।
 আমি যত বলি ‘তবে 
এবার যে যেতে হবে’ 
দুয়ারে দাঁড়ায়ে বলে, 
‘না, না, না।
‘ও যে মানে না মানা।
 আঁখি ফিরাইলে বলে, ‘না, না, না।’

5. কে প্রথম কাছে এসেছি – শঙ্খবেলা 

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি।

(মন ভাল করার এস এম এস)

6. বেশ করেছি – মৌচাক 

বেশ করেছি প্রেম করেছি করবোই তো
রাধার মতন মরতে হলে মরবইতো।

7. হৃদয়ে লেখো নাম – মান্না দে। 

চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।

যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।

8. এক পলকে একটু দেখা – কিশোর কুমার 

এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি !
যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি।

9. সে কি তুমি – কাজী নজরুল ইসলাম 

বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে
 বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে,
 ঝড় চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা ।
 সে কি তুমি? সে কি তুমি?

10. ঝুমকো লতার চিকন পাতায় – কবি কাজী নজরুল ইসলাম 

ঝুমকো লতার চিকন পাতায়
দেখেছি তোমার লাবনী প্রিয়া
মহুয়া ফুলের মদির গন্ধে
তোমারি মুখও মদের অমিয়া

শেষ কথা 

বেশ তো হল,  প্রেমের গান। আহা এমন করে ভেবেছিলেন কখনো নিজের প্রিয় মানুষটার কথা ?  ,কিন্ত তাকে এমন সুন্দর করে প্রকাশ করতে  পারেননি,কবির মত করে, কবির ভাষায়। শেষ কবে প্রেম পত্র লিখেছিলেন মনে পড়ে ? সামনের মানুষটা বার বার অভিযোগ করেন? আপনি আর আগের মত রোম্যান্টিক নেই।  নিন দিয়ে দিলাম ওষুধ এবার লিখে ফেলুন দেখি একটা জমিয়ে প্রেম পত্র, চাইলে এখন থেকে কত লাইন দিন জুড়ে।  তারপর দেখুন সব কেমন জমে ক্ষীর। ভালো লাগলে এই ভালবাসার ছবি গুলিও ডাউনলোড করে পাঠাতে পারেন তাকে।

লেখক – শান্তনু পাল