Friendship Day Sms Bangla – বন্ধুত্বের এস এম এস

বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক । আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব । বন্ধুত্ব এর কোনো সংজ্ঞা হয় না বা হয়তো হয় ? হলেই বা ! কি যায় আসে ! । ওতো কিছু ভেবে তো আর বন্ধুত্ব হয় না । ওতো ভাবলে কি আর বন্ধু বানানো যায় । বন্ধুত্ব তো অনেকটা খোলা হওয়ার মতো হঠাৎ করে আসে আর মন কে খুশি করে দেয় ঠিক যেমন তপ্ত রোদে পড়া এক ফোটা বৃষ্টি । সেই বন্ধুত্ব পালনের একটা বিশেষ দিন হল বিশ্ব বন্ধুত্ব দিবস  । প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয়।১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন যে আগস্ট মাসের প্রতি প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে। তবে ভারত, বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করে ৷

এই বিশ্ব বন্ধুত্ব দিবস বা Friendship day নানা ভাবে পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। আগেকার দিনে এই Friendship Day তে একে ওপর কে friendship card দিয়ে বা ছোটখাটো কোনো গিফ্ট দিয়ে পালন করা হতো  কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়েছে । এখন মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে , জীবনযাত্রা অনেক বেশি দ্রুতগামী হয়ে উঠেছে , মানুষ আজকাল মানুষ এর কথোপকথন থেমে গেছে কিছু নির্দিষ্ট এপ্লিকেশন এর মধ্যে । সকালের Good morning থেকে রাতে শুতে যাওয়ার আগে Good Night সবই টেকনোলজির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে । Friendship day পালনটাও তার থেকে বিরত নেই।  ওই যে বললাম ব্যস্ততা গ্রাস করেছে আমাদের । সামান্য একটা কার্ড বা ছোট একটা উপহার কেনার মতো সময়েও নেই আমাদের । আজকাল বন্ধুত্ব মানে Whats app এ মেসেজ করে শুভেচ্ছা জানানো বা ইমেইল এর মাধ্যমে গ্রিটিংস পাঠানো । এরইমধ্যে আটকে গেছে । আগে কার দিকে friendship day মানে ছিল বন্ধুদের সাথে হৈ -হুল্লোড় , ঘুরতে যাওয়া , রাস্তার ধারে ফুচকা খাওয়া । আর এখন সমাজে নিজের স্ট্যাটাস তা ভালো করে তুলে ধরার জন্য বড় কোনো রেস্তোরাঁ বা ক্যাফে তে গিয়ে ভর্তি ভর্তি খাবার অর্ডার দিয়ে বেশ কয়েকটা ভালো রকম সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা । তার পর তুল্য-মূল্য বিচার করা যে কটা লাইক বা কমেন্ট পড়লো । যদি বেশি লাইক বা কমেন্ট না পরে তাহলে , সেই বন্ধুর সঙ্গে পরের বছর নো ঘুরতে যাওয়া । কারণ ? খুবই সোজা বন্ধুটা একদমই পপুলার না । আসলে এখন এর বন্ধুত্ব অনেক বেশি লোক দেখানো । বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে , টেকনোলজির চোরাবালিতে । ধীরে ধীরে টেকনোলজি গ্রাস করছে , মানুষ এর বন্ধুত্ব কে।যার চূড়ান্ত উদাহরণ গুলো আমরা দেখলাম। আসলে , বন্ধুত্ব যে শুধু মাত্র টেকনোলজির শিকলে আটকে পড়েছে তা না , সামাজিক অগ্রগতি সাথে সাথে চারপাশের মানুষ এর চাপানো কিছু নিয়মও বন্ধুত্বর মানে পাল্টে দিচ্ছে । যেমন একজন মা বা একজন বাবা তার সন্তান কে  পড়াশোনা , টিউশন এর মধ্যে আটকে রেখেছে ফলে তাদের কাছে পরিষ্কারই না বন্ধুত্ব কি ? । তাই Friendship Day আলাদা করে তাদের কাছে কোনোদিন নেই । আসলে আমাদের কাছে দিন দিন সম্পর্ক গুলোর মূল্য কমে যাচ্ছে , বন্ধু , বন্ধুত্ব , Friendship Day এগুলো ফিকে হয়ে যাচ্ছে । তাই Friendship Day নিয়ে বেশি মাতামাতি না করলেও অন্তত পক্ষে , বন্ধুর সাথে একটু ভালো সময় কাটানো , কিছু ভালো মুহূর্ত তৈরি করাতো যেতেই পারে । যা সারাজীবন মনের মণিকোঠায় থাকবে ।

1.বন্ধু তোকে খুব ভালোবাসি 

শুভ বন্ধুত্ব দিবস, সাথে ছিলাম আছি আর সারাজীবন থাকবো। happy friendship day 

2. সময় আসলেই বুঝবে কে আপন আর কে পর 

অনেক মানুষ তোমার জীবনে আসবে ও যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুর স্মৃতিচিহ্নই অন্তরে স্থায়ী হবে।  happy friendship day 

3. বন্ধু হল হীরের আংটির মতো 

পৃথিবীতে সব চেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব, আর যদি ভালো বন্ধু হয় তাহলে সেখানে অশ্রুর কোনো থাই নেই।  happy friendship day 

4. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে 

আলোতে একা হাঁটার চেয়ে অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাটা অনেক ভালো।  happy friendship day 

5. ও বন্ধু তুমি শুনতে কি পাও 

অনেক বন্ধু আপনার জীবনে আসবে ও যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুর স্মৃতিচিহ্নই অন্তরে স্থায়ী হবে।  happy friendship day 

6. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই 

জমবে না আর আড্ডা সবার পরিচিত  ক্যাম্পাস এ, স্মৃতিগুলো অকারণে মনেরই ক্যানভাসে, বন্ধুরা যে যেখানে যাস সবাই ভালো থাকিস, মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখিস।  happy friendship day 

7. তোমাতেই শুরু আর তোমাতেই শেষ 

বন্ধু কখনো হয়না পুরোনো দিন খানের খাতায়, জানি নেই শুরু নেই শেষ বন্ধুত্বের, বন্ধু কখনো যায় না আটকানো ক্যালেন্ডার এর পাতায় তাই রোজি আমাদের ফ্রেন্ডশিপ ডে।  happy friendship day 

8. চল চল চল আমার সাথে চল 

বন্ধু এক্সাম এ বন্ধ বাস ট্রাম এ সঙ্গে চলার লোক, এমন হাজার বন্ধু সবার হোক, প্রমিস ভুলচুকে সাপোর্ট বুক ঠুকে এককে করে বল তুই বন্ধু হয়ে আমার সাথে চল।  happy friendship day 

9. রামধনু 

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ বিটনুন আর চুরমুরের গল্প বল বন্ধু চল। happy friendship day 

10. কাল ছিলে শত্রূ আজ হলে বন্ধু 

ক্লাসের চারপাশে ইশারাতে দিন কলেজ ক্যাম্পাস এ সব কিছু রঙিন হয়ে যায়, হয়ে যায় বন্ধু কেউ কখন কে  তাই রোজি আমাদের ফ্রেন্ডশিপ ডে।  happy friendship day 

শেষ কথা 

ফ্রেন্ডশিপ ডে বছরে একদিন হলেও আমরা অনেকেই ভুলে যায় যে বন্ধু একদিনের জন্য না, বছরে এই  একদিন লাল,নীল,হলুদ, সবুজ ব্যান্ড পরিয়ে আমরা বন্ধুত্ব প্রমান করবোনা, আমরা প্রমান করবোনা যে আমরা আমাদের বন্ধুকে বা বন্ধুদের একদিনই ভালোবাসি। বন্ধুর কোনো দিন রাত নেই, বন্ধুত্বের কোনো সময় শিমা নেই। বন্ধু শুধুই বন্ধু। আমরা আমাদের বন্ধুদের রোজ ভালোবাসবো।চলুন না  আমাদের বন্ধুত্বের দিবস যাকে  আমরা ইংরেজি তে বলি happy friendship day এক দিন পালন না করে আর ভিন্ন রঙের সুতো না পরিয়ে কাছে টেনে জড়িয়ে ধরে  বলি পাশে থাকিস ছেড়ে যাস না, বন্ধু তোকে ভালোবাসি। আর যাদের যাদের ঝগড়া আছে সেটা আজি মিটিয়েনিন। কাছে যান জড়িয়ে ধরে একটি বার বলুন কিরে রাগ কমেনি এখনো তোর দেখবেন সত্যি যদি বন্ধুত্ব থেকে থাকে তাহলে উত্তর আসবে চল এক কাপ ছায়া খেয়ে আসি।  ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের ভালোবাসবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন।   happy friendship day