Bengali Sad Romantic Sms – মন খারাপের এস এম এস

মানুষের জীবনে যেমন ভালোবাসা আছে তেমন ঠিক ভালোবাসার দুঃখও আছে, যেমন সুখের পরে দুঃখ আসে ঠিক তেমনি ভালোবাসার সাথে সাথে আমাদের অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়েই চলতে হয়।এমন দেখা গেছে যে ভালোবাসার জন্য আমরা আমাদের প্রাণ দিতেও পারি আবার ভালোবাসার জন্য আমরা একে  অপরের প্রাণ নিতেও পারি। তবে আমি একটা কথা বলবো এই প্রাণ নেওয়া বা দেওয়া কোনোটাই ঠিক না এটা একটা মূর্খের মতন কাজ। আর ভালোবাসা সত্যি করে হোক বা মিথ্যে করেই হোক না কোনো ভালোবাসায় যান প্রাণ নিয়ে বা দিয়ে না করে আমরা যদি ভালোবেসে নিজেরা বেঁচে আর অন্যদের বাঁচিয়ে অনুভব করি সেটা হবে আরও বেশি কার্যকর। সত্যি ভালোবাসা মাধ্যমে আমরা আমাদের দুঃখের ইতিহাস এস এম এস এর মাধ্যমে প্রকাশ করি বা প্রেরণ করি, যা আমাদেরকে ভালবাসার মানুষটির আরও কাছে আসতে সাহায্য করে। ছেলে বা মেয়ে পটানোর সহজ উপায় হিসেবে অনেকে মেয়ে পটানোর এস এম এস মেয়ে পটানোর ফেসবুক স্টাটাস বা “মেয়ে পটানোর মন্ত্র” ব্যবহার করে থাকে। একথা সত্য যে, প্রেমের মাঝে বন্ধুত্ব থাকতে হয়। কারণ ‘বন্ধুত্ব হল ভালবাসা’ প্রকাশের আরেক মাধ্যম। তাই এক্ষেত্রে বন্ধুত্বের উক্তি জানা থাকলেও বেশ কাজে আসবে। প্রেম ভালবাসার জন্য মানুষ নানা রকম পাগলামি করে থাকে। ভালবাসায় যেমন সুখের ছন্দ” আছে তেমনি দুঃখের কথা -ও আছে। প্রেমে ব্যর্থ হয়ে বা প্রেমে ছ্যাকা খেয়ে মানুষের জীবনটা শুরু হয় ব্যর্থ জীবন হিসেবে। কিন্তু তাই বলে মানুষের জীবন তো আর থেমে থাকে না। বিখ্যাত ব্যাক্তিদের উক্তি” বা বিখ্যাত উক্তি” মানুষকে নতুন ভাবে বেঁচে থাকতে “অনুপ্রেরণা” যোগায়। প্রেমিক-প্রেমিকা “রোমান্টিক কথা” বা “প্রেমিক প্রেমিকার গল্প” করবে সেটাই স্বাভাবিক। প্রিয়তমাকে “মজার জোকস” বা “জোকস” শুনিয়ে সারাক্ষণ মুখে হাসি ধরে রাখতে পারেন। প্রকৃত প্রেম-ভালবাসা দুজন মানুষের “কাছে আসার গল্প” তৈরি করে। আমাদের জীবনে অনেক দুঃখের মধ্যে প্রেমের দুঃখ হলো জীবনের একটা পার্ট বলা যেতে পারে। অর্থাৎ কম বেশি প্রেম সবার লাইফ এই থেকে থাকে। আর তার থেকেই আসে দুঃখ। হ্যা প্রেম শুধু সুখের হয়না দুঃখের ও হয়। আমাদের অনেকে র জীবনে দেখা গেছে long distance মানে দূরে থেকে প্রেম করার একটা দুঃখ আছে। সব সময় দেখা করা যায় না, সবসময় ঘোরাফেরা যায় না, কাঁচা কচি বা পাশা পাশি থাকা যায় না, ওই একটাই সম্বল সেটা হলো ফোন। ওই যে কোথায় আছে না দুধের সাদ কি আর ঘোলে মেটে সেটা হলো ঠিক এরকম। তবে হ্যা এক্ষেত্রে আমি বলবো দুঃখ যতটা আছে তারপর সুখ ও আছে। আমি আগেই বলেছি যে প্রত্যেক দুঃখের পর আসবে সুখ আবার সুখের পর আসবে দুঃখ। এখানেই দেখুন না হয়তো কোনো প্রেমিক বা প্রেমিকা কোনো একজন চাকরি সূত্রেই হোক বা পড়াশোনার সূত্রেই হোক বাইরে থাকে সেক্ষেত্রে খুব কষ্ট হয় যারা ফেস করে ঠিক তারাই বুঝতে পারবে সেই কষ্ট টা। কিন্তু যখন দীর্ঘ সময় অতিক্রম করার পর যখন তারা মিলতো হয় বা দেখা হয় তখন কিন্তু তারা পুরোটাই মিটিয়ে নেবার চেষ্টা করে থাকে। সেটাও একটা পরম সুখ। হয়তো কেউ কেউ ভাববেন সুখ বলতে এখানে শারীরিক সুখের কথা বলা হয়েছে। না একদমই না। এই সুখ শারীরিক সুখের থেকেও অনেকটাই বেশি আনন্দ দেয়। ঠিক এই সুখের পর আবার যখন সে চাকরি বা পড়াশোনার জন্য সেই দূরে কোথাও ফায়ার যেতে হয় সেই দুঃখ বা কষ্ট তাও আমাদের মেনে নিতে অনেকটাই কষ্ট হয়। প্রেম ভালোবাসা অতটাও সহজ না যতটা আমরা মনে করি। “দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে, তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা। আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তা কখনও কখনও সুখের চেয়েও দুঃখটাই খুশীময় হয়ে ওঠে।

1. দিন বদলের সময়। 

“হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি
তাই বলে এই নয় যে আমি পচে গেছি
আমি যেমন ছিলাম তেমনি আছি
শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি”।

2. সুখ – দুঃখের মধ্যে। 

“কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়”।

3.  কাঁটাময় জীবনে কিছু না কিছু ফুল থাকেই। 

স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।

4. সময়-অসময়ের সঙ্গী। 

দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।

5. সময় কখনো থেমে থাকেনা। 

কখনো হাল ছেড়ে দিও না ! এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।

6. সম্ভব অসম্ভবের মাঝে। 

 সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে?

7. শক্তির রূপান্তর। 

কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

8. রোজ এক নতুন জীবন। 

জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!

9. জেতার লড়াই। 

 সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

10. ভুলে ভরা জীবন। 

 তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।

শেষ কথা 

ভালোবাসায় হার জিত আছে আর এটাই বাস্তব। আমাদের মনে রাখতে হবে প্রেম বা ভালোবাসায় জোকলহং আমরা পড়ি তখন আমাদের একটা শক্তি উপার্জন হয় বার সেই শক্তি উপার্জন হয় আমাদের মানুষিক ও দৈহিক আনন্দ থেকে, কিন্তু একই ভাবে আমরা যখন ভালোবাসা হারায় তখন আমরা ভেঙে পড়ি বা অনেক ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নি বা নিয়ে ফেলি যার জন্য সারাটা জীবন আমাদের পরিবার কষ্ট পায়। আমাদের ভালোবাসার হার জিতের সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের জন্ম দিয়েছে বা যারা আমাদের মানুষ করেছে কোলে পিঠে করে  তাদেরও আমরা কষ্ট দেব না।  কখনো ভেবে দেখেছেন আপনার একটি ভুল আপনার পরিবারকে কতোটা কাঁদায় আর কষ্ট দেয়। চলুন না আজকে একটা আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, শপথ গ্রহণ করি এই যে আমাদের ভালোবাসা নিয়ে বা কারোর ভালোবাসা নিয়ে আমরা খেলবো না। আর যদিও আমাদের কোনো রিলেশনশিপ এ ব্রেকাপ হয়েই যায় ভয় কি ? দুর ছারুনতো ওই যে কথায় আছে না যে চায় না আমারে তারে নিক চামারে এটা ভেবেই চলবেন।  আর একটা কথা যেটা সর্বদাই মাথায় রাখতে হবে যে আমাদের পরিবার অর্থাৎ আমাদের বাবা,মা,ভাই,বোন ইত্যাদি হলো আমাদের জীবন তাদেরকে কষ্ট দেবেন না। হয়তো এটাও ঠিক সত্যিকারের ভালোবাসাটাও খুউব মর্মান্তিক হয়ে ওঠে যখন সেটা ভেঙে যায়। কষ্ট পান,  খুউব করে কাঁদুন, জেক কাছের বলে মনে হয় তার কাছে গিয়ে কাঁদুন তাতে মনটা হালকা হবে কিন্তু কোনোরকম ভুল কাজ করবেন না দয়া করে। আমরা আজ থেকে ভালোবাসাকেই ভালোবাসবো আর আমাদের বাবা মা কে কষ্ট দেব না। আমাদের এই লেখা তা পরে যদি বিন্দু মাত্র  ভালো লাগে তাহলে  শেয়ার করবেন। হ্যা শেয়ার করবেন নিজের স্বার্থে, শেয়ার করবেন অন্যের স্বার্থে, শেয়ার করবেন কারোর প্রাণ বাঁচাতে। বলা যায় না লেখাটা পরে হয়তো সে তার ভুল বুঝতে পারবে আর কোনো কিছু অঘটন করার আগেই সে নতুন ভাবে বাঁচতে শিখবে। ভালো থাকুন, ভালো রাখুন ও ভালোবাসুন। ধন্যবাদ।