Bangla Friendship Sms Kobita – বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আমাদের স্বত্বার ওপর বিশেষ কিছু প্রভাব রেখে যায়, তাদের অস্তিত্ব আমাদের এমন কিছু উপলব্ধি দেয়, যা আমাদের মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে, তাদের ভাবনা-চিন্তা, জীবন বোধ সবটাই আমাদের  প্রতক্ষ্য  পরোক্ষ ভাবে আমাদের মানুষ হয়ে ওঠায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় এবং অপ্রয়জনীয় দুই রকম অস্তিত্ব  বন্ধুরা। বন্ধুদের ছাড়া  আমাদের জীবনের প্রত্যেকটা ভাগই বেশ শূন্য বোধ হয়, এরাই আমাদের জীবনকে হাসি-কান্না -ভালো লাগা-মন্দ লাগা আর বেশ খানিক বকুনি দিয়ে ভরিয়ে তোলে। আমাদের জীবনটা তাই যাই হোক না কেন, বন্ধুহীন হয় না। বন্ধরা তাই আমাদের জীবনে এক বিশেষ বিশেষ অংশ, আর তাদের জন্যই আমাদের জীবন হয়ে ওঠে বর্ণময়। আর আমাদের জীবনে এই বন্ধুর আবির্ভাব যে কখন হয়; তা আমরা টেরও পাই না। হয়তো কারোর সাথে সেই ছোটবেলায় পাড়ায় খেলতে খেলতে বন্ধুত্ব হয়েছে; নয়তো স্কুলে পড়তে গিয়ে বন্ধুত্ব। সেই যে শুরু তারপর দীর্ঘ হতে থাকে বন্ধুরতালিকা। জীবনে আর কিছু থাকে বা না থাক ব্ন্ধুত্বটা ঠিক ই থাকে,  প্রাণের বন্ধু কখনোই যায়না। বন্ধু পাতানোর সংজ্ঞা টা এখন আগের থেকে বদলে গেলেও বন্ধুত্বের ব্যাখ্যাটা এখনো অনেকটা আগের মতই আছে। হ্যাঁ, এখন বকুল ফুল বা সই ডাক না থাকলেও বদলে ‘Soul Sister’ আছে, কিংবা আমাদের অতি জনপ্রিয় বেস্টি; তা সে নাম যাই হোক না কেন, আগে বকুল ফুলের যা ভূমিকা ছিলো আমাদের মা-ঠাকুমাদের জীবনে এখন আমাদের বেসটির-ও কতকটা তাই। ফলে সময় বদলালেও সম্পর্কের সংজ্ঞা বদলায় না। বেশ কয়েক বছর আগে বন্ধু হলে রোজ বিকেল নিয়ম করে খেলতে যেতে হত, তাদেরকে রোজ হাঁক-ডাক করতে হত ; মানে মোট- মাট বন্ধু পাতাতে গেলে বেশ কাঠ খড় পোড়াতে হত। এখন তো সেসব বালাই নেই, এখন একটা যান্ত্রিক বার্তাই করে  দিতে পারে বন্ধু।  দার্শনিক এমারসন বলেছেন একজন বন্ধু হচ্ছেন প্রকৃতি সবচেয়ে বড়ো মাস্টারপিস। বন্ধুত্বের গুরুত্ব উপলদ্ধি  করার জন্য কবি বা দার্শনিক হবার কোনো প্রয়জন নেই। আপনার আনন্দে এবং দুঃখে আপনার পাশে কেউ না থাকলে আনন্দ যেমন বহুলাংশে  মাটি হয়ে যায়  তেমনি দুঃখ সহজেই হালকা হয় না- তাই দুঃখ হোক বা আনন্দ সমস্ত টাই ভাগ করে নিন এই বন্ধুত্বের sms দিয়ে ।

Bangla Friendship Sms Kobita – বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

এই বন্ধুদের দিন হল ফ্রেন্ডশিপ ডে (বন্ধু দিবস), অগাস্ট মাসের প্রথম রবিবার আমরা ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করে থাকি। সেই ফ্রেন্ডশিপ দে এসেই গেছে একেবারে আমাদের দরজায়। তাই বন্ধুত্বের দিনে বন্ধুদের জন্য কিছু কথা রইল এখানে। এখানে রইল কিছু বন্ধুত্ব নিয়ে উক্তি যা আপনি শেয়ার করতে পারেন, আপনার প্রাণের প্রিয় বন্ধুটির সাথে যে আপনার সর্বক্ষণের সাথী। দেখে নিন কিছু বন্ধু দিবসের শুভেচ্ছা বার্তা যা আপনি আপনার বন্ধুকে পাঠাতে পারেন।

1. পৃথিবী অনেক বড় ইচ্ছে হলে যাবো উড়ে। 

 

সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধ তার বাতাস,
স্বপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??

2. বন্ধুত্বে শারীরিক দূরত্ব কোনো রকম প্রভাব ফেলেনা।  

 

যতই আমি থাকি দূরে,
তোমায় ভীষণ মনে পড়ে,
আছি আমি তোমার ভাবনায় চিন্তায়,
তোমার মন আকাশে,
কালও ছিলাম আজও আছি,
তোমার পাশে পাশে বন্ধু ।

3. বন্ধুত্ব হল গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ার মত। 

 

স্বপ্ন ঘেরা মেঘের কোলে আমার যাওয়া আসা

শিশির ভেজা দখিনা বায়ু আমার ভালোবাসা

নাদির পারে শান্ত বিকাল শীতল করে মন

আর কেউ সেই আমি তোমারি বন্ধু আপনজন

4. বন্ধুত্ব এমন একটা জিনিস যা আমাদের ভাগ্যে থাকে থাকে।

বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া।

5. আসল বন্ধুত্বে কখনো মরচে পড়েনা। 

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?

6. প্রকৃতির একেবারে ভালোবাসার একেবারে প্রাকৃতিক রূপ হল বন্ধুত্ব। 

রাতের রঙ কালো, জ্যোৎস্না দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা জ্বলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল।

7. বন্ধুরা হয় একেবারেই মনের কাছে। 

 প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার।

8. জীবনে সবথেকে সুন্দর অংশ হল বন্ধুত্ব। 

একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা।

9. বন্ধুত্ব আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। 

বন্ধুত্ব সুনীল আকাশের সেই রুপালী চাঁদ,
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না ,
বন্ধুত্ব সেই সুন্দর সৃতি যাকে আজিবন মনে রাখা যায়,
কিন্তু ভুলা যায় না ।

10. জীবনের বাগানে সবথেকে সুগন্ধি ফুল টা।

ফুল ফুটেছে সারি সারি ,
বন্ধু আসবে কবে আমার বাড়ি ,
দেখবো তোমায় দুচোখ ভরে,
আকব ছবি জতন করে,
আসো যদি আমার বাড়ি,
খেলবো দুজন লুকোচুরি ।

শেষ কথা

শেষ কথা বলতে বন্ধু হলো সব থেকে আপন বলা যেতেই পারে মা বাবার পরের স্থান টাই হলো বন্ধু।বন্ধু আমাদের জীবনের খানিকটা বিরিয়ানির আলুর মত, যেটা ছাড়া জীবনের স্বাদটাই থাকেনা। বন্ধু থাকুন, বন্ধু রাখুন। আর এই বন্ধুত্বের দিনে এই ফ্রেন্ডশিপ মেসেজ গুলো ভালো লাগলে শেয়ার করে নিন আপনার বন্ধুত্বের সাথে। ভালো থাকবেন ভালো রাখবেন আর ভবন্ধুকে অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ।

লেখক – শান্তনু পাল