Bengali Friendship Quotes Photos – বাংলা বন্ধুত্বের কোটস


বন্ধু মানে মেঘলা দিনে ভিজতে  ভালোলাগা,বন্ধু মানে খেলনাবাটি গায়ে গায়ে তে থাকা। বন্ধু শব্দটা অক্সিজেনের মতো দরকারি জিনিস। বন্ধু আমাদের জীবনের   ঝড় জলে বর্ষাতি ভাগ করে নেওয়ার লোকটি। বন্ধু মানে মনকেমনের স্টেশনে আদরের নৌকো। বন্ধু ছাড়া জীবন হয় না হতে পারে না। গানে গানে , কবিতায়, নিকোটিনে, চায়ের ভাঁড়ে , স্কুলছুটির গপ্পে বন্ধু দরকারি।  সারাদিনের ক্লান্তির পর ফিরতি পথের দমকা হাওয়ার নাম বন্ধু । বন্ধু ছাড়া জীবন যেন ঝাল ছাড়া তরকারি ,বন্ধু দাবি দাওয়াহীন একটা আশা, কান্না রাতে ফোনের ওপার থেকে বলা, “ভাই, চাপ নিস না সব ঠিক হয়ে যাবে।” বন্ধুরাই যে কোন পরিস্থিতিতে বলতে পারে,  “i will be there for you.” বন্ধ ঘরে দম বন্ধ হয়ে এলে যে হাতটা আমাদের বলে যায় শান্ত হয়ে থাক , কিছু ব্যবস্থা করছি তার নাম বন্ধু।
 আমরা সমাজে থাকি আমাদের বাস -ট্রাম, চড়া রোদ,  টিফিন বাক্স সব কিছু ভাগ করার লোক চাই। আর তাই আমাদের বন্ধু চাই। আমরা বন্ধু পাতাই সেইবয়স থেকে যখন “বন্ধু“ বানান ঠিক করে লিখতে পারতাম না। তবে এতটাও রোমাঞ্চকর, নয় বিষয়টা । ঝগড়া ঝাটি , কান্না কাটি , কথা বন্ধ , গোমড়া ইগো সবটা আছে বন্ধুত্বে। আর সবচেয়ে মিষ্টি ব্যাপার ঝগড়ার কারণ আর তার মিটে যাওয়ার ভঙ্গিমা। যেখানে সব যুক্তি হেরে যায় , সেখান থেকে বন্ধুত্বের শুরুয়াত।

Bengali Friendship Quotes Photos – বাংলা বন্ধুত্বের কোটস

এ দুনিয়াতে যার কোনো বন্ধু নেই তার কষ্টের শেষ নেই। বন্ধু অনেকটা তীব্র অম্বলে জেলুসিলের মতো, জীবনে চলতে গেলে বন্ধু আপনার চাই। তবে ভালো বন্ধু পাওয়ার থেকেও দরকারি বিষয় হলো ভালো মানুষের সঙ্গ পাওয়া। ভালো মানুষ ভালো বন্ধু হতে পারেন, ভালো বন্ধুই  মানুষকে বিরাট করে। মানুষ খুঁজে পায় একচিলতে আস্তানা, তার মুশকিল আসান আর এই শব্দ অভিধা একটি নামের জন্য তার নাম বন্ধু। বন্ধুত্ব সীমানা মানে না।  তার কাছে কবর চিতা সব সমান। আপনি আপনার বন্ধুকে জাপটে ভালোবাসেন। তাই সেলিব্রেট করুন। মনকষাকষি হলে তারও সমাধান আছে। আপনাকে উপহার দিলাম কিছু  লাইন চাইলে ভাগ করুন, নইলে বন্ধুটিকে পাশে বসিয়ে একসাথে পড়ুন। সবার কাছে ভালো বন্ধু নেই আপনার আছে, আপনি ভাগ্যবান।


   1.  রাস্তা   -শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

”শত্রু তোমায় চিনিয়ে দেবে শ্রেণি
 বন্ধু তোমায় চিনিয়ে দেবে রাস্তা”
বন্ধুরা রাস্তা চিনিয়ে দেয়, পথ হাটতে গিয়ে পথের হদিশ। বন্ধুতা বোঝনা কোনও বিভাজন। বন্ধুতা জানে কাছে বুকের কাছে জড়িয়ে ধরার মানে।


2. যে ডাক ফেলা যায় না। 

কিছুই কোথাও যদি নেই

তবু তো কজন আছি বাকি

আয় আরো হাতে হাত রেখে

আয় আরো বেঁধে বেঁধে থাকি “
    -শঙ্খ ঘোষ
বন্ধু এসময়ে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। কারন এখন সবাই সবাইকে কাছে টানতে জানেনা । এই ভরসাহীনতার যুগেও বন্ধুরা পলাশের মতো ঝরে পড়ে। ভাসিয়ে নিয়ে যায় সুখের সাগরে।


3 . বন্ধু জোড়া স্বপ্ন 

”বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেওয়াল জুড়ে
       বন্ধু এসো আকাশ দেখি পূরোটা চোখ খুলে
       বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে”
     -কৃষ্ণকলি ইসলাম
বন্ধুর সাথে ভাগ করা যায় সবটা, ভাগ করা যায় আকাশ , তার সাথে  ভেসে যাওয়া যায় অনন্ত পথে। তার কাঁধে কাঁধ রেখে পারি দেওয়া সুখ সাগরে। কারণ বন্ধুরা আমাদের মুশকিল আসান, সব তালার চাবি।


৪. উত্তরণের পথেও বন্ধু 

“হে সখা, মম হৃদয়ে রহো।

সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো।” 

রবীন্দ্রনাথ ঠাকুর।
বন্ধুতার প্রশ্নে  কবিগুরুই বা বাদ যান কি করে, সংসারের সমস্ত কষ্ট এক নিমেষে গায়েব করে বন্ধু। বন্ধু এর স্থান তাই হৃদয়ে।

5. বন্ধুরা কখনো ছেড়ে যায় না। 

“জানি আজও সবই আছে
 আজও হাওয়া বাঁচে
 তাই তো তোকে ছাড়া ভাবি না
 যত দূরে দূরে থাকিস
  বন্ধু কথা রাখিস
 এসময়ে আমাকে ছেড়ে যাবি না”
–  শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
[ গান- শ্রেয়া ঘোষাল]
কিছু বন্ধুত্ব সেই হাফপ্যান্টের জমানার। সেই সব বন্ধুতা চিরকালীন তারা সাক্ষী থাকে সবটার, ওঠা পড়া ভাঙা গড়ার। তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে চেনে তারা আমাদের আদররের চাদর।


6. শোনো আমরা কি সবাই – রুপম ইসলাম

শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারিনা?
যত পুরোনো অতীত ভুলে যেতে পারিনা?
 আমাদের মধ্যে ঝগড়া ঝাটি হয়, সে গুলোকে হারানোর ক্ষমতা ও আমরা রাখি, হাত বাড়ালেই বন্ধু কে নিজের করে নেওয়া  যায়।কাছে রাখা যায় বাঁচিয়ে রাখা যায়।

7. বন্ধু  – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

হয়তো আছে, হয়তো সে আজ ছোট্ট ছাদে

জমতে থাকা শ্যাওলা দিয়েই মনকে বাঁধে।

হয়তো তোমার বন্ধু সেও। ফেসবুকে নেই।

হয়তো তোমায় ডাকতে চায় না, একলা জেনেই।

তাকেই ডাকো। একটা রুটি ভাগ করে খাও।

কান্না-পাওয়া ঠোঁটদুটোকে বাঁচতে শেখাও।”

আজ যে তোমার বন্ধু হিসেব করে দেখো এককালে সে তোমার অপরিচিত ছিল। আজ সে তোমার গলায় গলায় বন্ধু ।
তাই বন্ধু পাতাও। জড়িয়ে ধরো তাদের যারা  মনে ধরে।

8. দুটো বন্ধু – কবীর সুমন, অঞ্জন দত্ত

 

“শহরের দিগন্ত গেছে বদলে,
বদলে যাবে নিয়নের স্লোগান
যদি দেখা হয়ে যায় অনেকদিন পর
  দুটো বন্ধুর”
আজকাল রুটিনের চাপে দেখা হয় না আগের মতো আড্ডা হয় না। তবু দেখা হলে দুজনায় রং বদলায় শহরে, রং চিনে নিয়ে ডানা মেলে পুরোনো বন্ধুতা।

9. দূরত্ব বড় বেদনাদায়ক 


“যত দূরে  দূরে দূরে যাবে বন্ধু
  একই যন্ত্রনা পাবে
একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যতবারই  জ্বালো
হাওয়া লেগে শিখা নিভে যাবে”
কবীর সুমন
বন্ধু বিচ্ছেদ বেদনা দায়ক। বন্ধু চলে যাওয়া মানে জীবন আলোর চরম ঘাটতি।

10. বন্ধু চল – অনুপম রায়

“বন্ধু চল,
বলটা দে রাখবো হাত তোর কাঁধে
খেলব আজ এই ঘাসে তোর টিমে তোর পাঁশে।”
বন্ধু মানে পাশা পাশি থাকা সব যুদ্ধ একসাথে জেতা।

শেষ কথা 

বন্ধুত্বের উষ্ণ আচে মুছে যাক সব কালো। তোমার পাশের বন্ধুকে সময়মতো আঁকড়ে ধরো। পাশে থেকো। আর রাগা রাগি হলে জাপটে ধরে এই গান শুনিও। তার রাগ কমবেই। আর চ্বেড় না হাত । কারণ ভালো বন্ধু কপাল গুনে পাওয়া যায়, তাই আরো বেঁধে বেঁধে থেকো। আরো কাছাকাছি থেকো। বন্ধুতাতে ভরসা রেখ।বন্ধুর চোখে তোমার কাল বেলার স্বপ্ন এঁকো। ভালো থেকো। মন খারাপে কোট গুলোকে পাশে রেখো।

 লেখক- রাহুল পাঠক