Romantic Quotes in Bengali – বাংলা প্রেমের কবিতা

প্রেম হল মনুষ্য জীবনে এক অসম্ভাবী ব্যাপার।  নির্নিমেষ চলতে থাকা নিয়ম যেখানে একজন মানুষ আর একজনের, সে লজ্জা পাবে (সত্যি পাবে, সারা জীবন ছেলে মার্কা বলে আলাদা থাকা মেয়েটিও প্রেমে পড়লে মুখ লাল করে ধ্যাৎ বলে) তারা হাত ধরে শহরের পথে হেঁটে যাবেই, মাসের শেষে ব্যাগের কোন হাতড়ে একটা চাউমিন একটা প্লেটে খাবেই, আর বিকেলের প্রিন্সেপ ঘাটে সূর্য নামা দেখবেই।  এই নিয়ম আর এই হয়; এর অন্যথা হলে তুমুল ঝগড়া, কথা বন্ধ, রাট জেগে কান্না আর পরেরদিন আবার সেই হাত ধরাধরি। আর এই নিয়ম অনিয়মের মধ্যেকার যে মাধুর্য তা আমরা সাধারণ মানুষেরা যারা প্রেমে থাকি তারা যে সবসময় এর সৌন্দর্য্য কে খুব মন দিয়ে লক্ষ্য করি বা উপোভগ করি সেরম টা নয় , কারণ আমরা তখন স্বপ্নে থাকি।  তবে কবি বা গায়ক বরাবরই এই সময় ও অনুভূতিগুলিকে খুব সুন্দর করে তুলে ধরেছেন তাদের কলমের মাধ্যমে – কখনো এক দু ছত্র কখনো আবার গোটা একটি উপন্যাস এই অনুভূতির যে কত স্তৃ আর তার কত নাম আর রকম তা জানা যায় এদের লেখা পড়লে।  সেই মানুষ গুলো যারা প্রেমে থাকলেও তাদের নিজের প্রেম পরিপূর্ন অবয়ব তা  এই যে অসামান্য অবস্থা তা লক্ষ্য করতে পেরেছেন , তাদের লেখা পড়লে আমরা মাঝে মাঝে   যে কি বিষম জিনিস এই প্রেম।

Romantic Quotes in Bengali – বাংলা প্রেমের কবিতা

বাংলা ভাষায় এমন কোনো কবি নেই যিনি প্রেম সম্পর্কে আলোকপাত করেননি , আর তাদের সেই আলোতেই আমরা খাঁটি বাঙালি প্রেমিক প্রেমিকারা এখনো আমাদের পথ আলোকিত করে চলেছি। মনের কথা জানানোর জন্য বা ইতিবাচক উত্তর পাওয়ার জন্য আজও আমরা চোখ বুজে রবীন্দ্রনাথের স্মরণাপন্ন হই এবং ফল ও হয় আশানুরূপ, এখনো অব্দি কবির শব্দে ধরাশায়ী হয়নি এমন বাঙালি প্রেমিকা বা প্রেমিক খুঁজে পাওয়া দুষ্কর।  তাই সেরকমই কিছু অসাধারন সৃষ্টি এখানে দেয়া হল।

1. হঠাৎ দেখা – রবীন্দ্র নাথ ঠাকুর 

তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?
আমি বললেম, “বলব।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”
একটুকু রইলেম চুপ করে;
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।”

2. বনলতা সেন – জীবনানন্দ দাস 

“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তির কারুকার্যঃ অতিদুরে সমুদ্রের’ পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর,
তেমনই দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন “

3. পাগলী তোমার সঙ্গে – জয় গোস্বামী 

“পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।
অশান্তি চরমে তুলব, কাকচিল
বসবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।”

4. রূপে তোমায় ভোলাবোনা – রবীন্দ্রনাথ ঠাকুর 

আমি রূপে তোমায় ভোলাব না ,
ভালোবাসায় ভোলাব।
হাত দিয়ে খুলব না গো ,
গান দিয়ে দ্বার খোলাব।।
ভরাব না ভূষণ ভারে ,
সাজাব না ফুলের হারে–
প্রেমকে আমার মালা করে
গলায় তোমার দোলাব।।

5. আমার প্রাণের পরে – রবীন্দ্রনাথ ঠাকুর 

“আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে চলে গেল বলে না —
সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল
কি যেন গেয়ে গেল —
তাই আপন- মনে বসে আছি কুসুম বনেতে।”

6.  তুমি কোন ভাঙনের পথে এলে – রবীন্দ্র নাথ ঠাকুর 

“তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।।
আমি রাখব গেঁথে তারে রক্তমনির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।।”

7. আমার পরান যাহা চায় – রবীন্দ্রনাথ ঠাকুর 

“তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।”

8. তুমি আসবে বলে তাই – নচিকেতা 

“তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে।”

9.  প্রেম যেন ওয়েসিস – শিলাজিৎ 

“দিনে রাতে নেই চোখে,
নেই চোখে  ঘুম
প্রাণ হল আরব সাগর
প্রেম যেন ওয়েসিস
তাকলামাকানে
প্রিয়তমা দুরেরই দুরেরই নগর। “

10. শোনো লক্ষীটি – অনুত্তমা ব্যানার্জি 

“শোনো, লক্ষ্মীটি অমত কোরোনা আর
তোমার সঙ্গে রোজনামচায় যাবো
ফরমাস কর, আনবো গেরস্থালী
যদি ভুল হয় না হয় বকাই খাবো”

শেষ কথা 

আবারো বলি প্রেম হল এমন একটি অনুভূতি যা আমাদের বয়েসের সাথে সাথে সংজ্ঞা পাল্টায়। আর প্রেম হল এমন একটি জিনিস যেটা আমাদের বয়স বাড়লেও একই রকম ভাবে থেকে যায় আমাদের জীবনে।  তাই প্রেম নিয়ে আমাদের কাব্য করা ইহ মানব জন্মে শেষ হওয়া অসম্ভব, আর এ হল এমন এক অনুভূতি যার স্তর হল মহাশূন্যের মত বিস্তৃত, বহু কোন এখনো আবিষ্কৃত হয়নি। আর সেই আবিষ্কার পর্বই চলেছে, প্রত্যেকে তাদের অনুভূতি দিয়ে জীবন দিয়ে আবিষ্কার করে চলেছে প্রেমের নতুন স্তর। তারই কিছু এখানে দেওয়া হল যা আপনার পথ খোঁজায় সহায় হবে।