Top 10 Most Mysterious Places in India – ভারত বর্ষের সেরা 10 টি রহস্যজনক স্থান

7. Lonar Crater Lake  (লোনার ক্রেটার লেক, মহারাষ্ট্র)

বহু বছর আগে কোন একটি বৃত্তাকার উল্কা খণ্ড এসে পড়ে, যার ফলে একটি বিরাট এলাকা জুড়ে এক বিশালাকার গর্তের সৃষ্টি হয়, এবং এই গর্ত ভরে যে জলাশয়ের সৃষ্টি হয় তাই ক্রেটার লেক। এই লেক বিশাল বড় ও পাহাড়ের মধ্যিখানে একেবারে গোলাকৃতি একটি জলাভূমি। চারিদিকে সবুজে ঢাকা শান্ত এই লেক পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়।
বিঃ দ্রঃ- এই লেকের জল লবণাক্ত ও ক্ষারযুক্ত দুই।

8. Phuktaal Monastery  (ফুকতাল মনাস্টেরি, লাদাখ)

A post shared by LeBlog Viagens (@leblogviagens) on

লাদাখ মানেই পাহাড়ে ঘেরা রুখু এলাকা আর লম্বা চকচকে সাপের মত রাস্তা। এরই এক প্রান্তে পাহাড়ের ওপরে, একেবারে খাড়াই ঢালের গায়ে কতকটা মৌমাছির চাকের মত দেখতে একটি মনাস্টেরি, যার নামের আক্ষরিক অর্থ হল আবসরের গুহা, সেই ফুকতাল মনাস্টেরি হল ভারতের আর এক অনন্য রহস্যময় জায়গা। এই মনাস্টেরি যেটা পৃথিবীতে সবথেকে উচ্চতায় অবস্থিত, এখানে আছেন প্রায় ৭০ জন বৌদ্ধ সন্যাসী। এখানে একটি বিদ্যালয় ও আছে যেখানে কম বয়সী সন্যাসী দের শিক্ষাদান করা হয়।
বিঃ দ্রঃ– লোকমুখে শোনা যায় এটি পৃথিবীতে সবথেকে শান্ত ও নির্জন মনাস্টেরি।