Weekend Wrap-up: এই উইকেন্ডে কলকাতার পার্টি ডেস্টিনেশন

  1. Murshidabadi Project- Rabindra Sarobar (মুর্শিদাবাদি প্রোজেক্ট)

    A post shared by Music Sherpa (@musicsherpa) on

কলকাতার মিউজিক প্রেমিদের জন্য রয়েছে সুখবর, এই রবিবার আপনার জন্য সৌম্যদীপ সিকদার তার মুর্শিদাবাদী প্রোজেক্ট নিয়ে উপস্থিত হবে রবীন্দ্র সরোবরে। এই মুর্শিদাবাদী প্রজেক্ট হল কবির ও আমির খসরুর রচনা সম্বলিত গানের কালেকশন। খোলা আকশের নিচে এ এক অসামান্য অনুভূতি হবে। একটি সুন্দর রবিবার সন্ধ্যে কাটানোর জন্যে চলে যান সৌম্যদীপ ও টা মুর্শিদাবাদই প্রোজেক্ট এর অভিজ্ঞতা নিতে।

স্থান- রবিন্দ্র সারবর।

সময়– রবিবার সন্ধ্যে ৬ টা।

 

  1. Puppet Curnival- P.C Chandra Garden (পাপেট কার্নিভাল)

কলকাতার বুকে উরে এসে জুড়ে বসবে বিদেশি সব পুতুল আর তাদের সাথে তাদের কথা বলানো বন্ধুরা, পাপেট বেশ পরিচিত একটি শিল্প, এমনই একটি শিল্প যে সারা পৃথিবীতে জনপ্রিয় তা জানে খুব কম লোক। আর সেই শিল্পেরই উৎসব এই কলকাতায়। কলকাতার পি সি চন্দ্র গার্ডেনে এসে উপস্থিত হবেন সমস্ত পাপেটিয়াররা ব্রিটেন, জার্মানি, পর্তুগাল, পেরু, ইজিপ্ট, ইটালি ও আরও বিভিন্ন দেশ থেকে; এরা সবাই দেখাবেন তাদের পাপেট শো। কথায় ছন্দে সুরে রঙে ভরিয়ে তুলবে আপনার রবিবারের সন্ধ্যা। একটু অন্যরকম একটি সন্ধ্যা কাটাতে চলেই যেতে পারেন এখানে।

স্থান- পি সি চন্দ্র গার্ডেন

সময়- ২৯ শে অক্টোবর রবিবার, সকাল ১১ টা থেকে।