কলকাতার সেরা ১০ ইলিশের ঠিকানা – 10 Best Places For Hilsa Fish In Kolkata

  1. Bhoomi (ভূমি, ভেদিক ভিলেজ স্পা ও রিসর্ট)

    A post shared by Suryasen Kundu (@suryasenk) on

কলকাতার ধোপদুরস্ত এলাকায় একেবারে বাঙলার নির্ভেজাল গ্রামের পরিবেশ এনে দিয়েছে ভেদিক স্পা ভিলেজ। গ্রাম বাংলার মাটির স্বাদ, আর ঘরোয়া রান্নার স্বাদ সব মিলে শহুরে ব্যাস্ততায় ক্লান্ত মনের গ্লানি কাটাতে সেরা পছন্দ এই প্রতিষ্ঠান। এর মধ্যেই আছে বাঙালী মা-ঝিয়েদের রান্নাঘরের স্বাদ। এই রিসরটের সবথকে জনপ্রিয় রেস্তোরাঁ হল ভূমী। এখানকার খাঁটি বাঙালী রান্না আর সাদামাটা শান্ত পরিবেশ আপনাকে এনে দেবে বহু প্রতীক্ষিত শান্তি।

  • জনমত- “এখানকার বাংলা সিনেমার থিমের সাজ সজ্জা ও অসাধারণ স্বাদের রান্না সব মিলিয়ে কলকাতা সফরে বাংলার স্বাদ।“
  • কি চেখে দেখবেন- জল চুপি ইলিশ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ।
  • শাখা- নেই
  1. ℅ Bangali (কেয়ার অফ বাঙালী)  

কলকাতায় বাঙালী খাওয়ারের সেরা জায়গা হিসেবে কেয়ার অফ বাঙালী তার নামের প্রতি একনিষ্ঠ ভাবে সফল। এখানকার বাঙালী ছোঁয়ার সাজগোজ ও অসাধারণ সমস্ত রান্না এখানে বাঙালী ভোজন রসিকদের বার বার ফিরে আসতে বাধ্য করে।

  • জনমত- “এখানকার খাঁটি বাঙালী ডেকর ও অসাধারণ মানের রান্নার জন্য এটা আমার প্রথম পছন্দ।“
  • কি চেখে দেখবেন- ইলিশের তেল, ভাপা ইলিশ ও ইলিশের ঝোল।
  • শাখা- নেই।