Authentic Bengali Restaurant in Kolkata – কলকাতায় খাওয়া দাওয়া

7.  ভজহরি মান্না (Bhajahari Manna)

কলকাতার সফর ঘরোয়া বাঙালী খাওয়ার ছাড়া অসম্পূর্ণ, তাই আপনি যদি খেতে চান একেবারে খাঁটি, বিদেশি প্রভাবহীন বাঙালী খাওয়ার তবে ভজহরি মান্না আপনার জন্য হবে সেরা ঠিকানা। উত্তর কলকাতার নসট্যালজিক আবহাওয়ায়, একবারে মা- ঠাকুমার রান্নাঘরের স্বাদ টেবিলে এনে দেয় এই রেস্তোরাঁ। এখানে ইলিশ ভাপা, ডাব চিংড়ী, মাছের ঝাল, ইলিশ মাছের ঝোল, চিংড়ীর মালাইকারীর মত খাঁটি বাঙালী ও শুস্বাদু ডিশ পাওয়া যায়।

8.  গিরীশ চন্দ্র দে ও নকুড় চন্দ্র নন্দীর সন্দেশ (Girish Chandra Dey & Nakur Chandra Nandi)

কলকাতা এসে মিষ্টি না  খেলে সে দুঃখ কোন দিন ঘোচেনা, তাই ভোলার আগেই চেখে নিন কলকাতার সেরা সন্দেশের ঠিকানা। কলকাতার হেদুয়া পার্কের মত ঐতিহাসিক ভাবে গুরত্বপূর্ণ একটা জায়গায় পৈটিক ভাবে গুরুত্বপূর্ণ এই দোকান দেখতে  অত্যন্ত সাধারন, তবে এদের রকমারি সন্দেশ সারা রাজ্যে বিখ্যাত। এখানকার নলেন গুড়ের সন্দেশ অত্যন্ত বিখ্যাত, এছাড়া চকলেট সন্দেশ, ম্যাংগো সন্দেশ, ব্ল্যাক ফরেস্ট, পেস্তা ইত্যাদি নানান ফ্লেবারের সন্দেশও চেখে দেখার মত। কলকাতার মানুষের কাছে সন্দেশের জন্য প্রথম পছন্দ এই দোকান।