কলকাতার সেরা 10 টি রাজস্থানি থালি-র (Rajasthani Thali) সন্ধান

2.Rajdhani Thali  [রাজধানি থালি, পার্ক ষ্ট্রীট]

A post shared by Calcutta (@kolkata_basic) on

কলকাতার বুকে পার্ক ষ্ট্রীট হল এমন একটি জায়গা, যেখানে গেলে আপনি কলকাতার বিভিন্নতা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন। এখানে যেমন আছে বহু পুরনো ও সুবিদিত নানান বিদেশী কুইসিনের রেস্তোরাঁ, তেমনি আছে নানান নাইট ক্লাব, পাব, আর তারই সাথে আছে খাঁটি ভারতীয় খানার জায়গা। রাজধানি থালি কলকাতার গুজরাটি ও রাজস্থানি মানুষের কাছে মায়ের রান্না সম। এখানকার একটি অন্যতম বিশেষত্ব হল এখানকার সাজগোজ ও দারুন উষ্ণ ব্যাবহার। প্রবেশ পথে টিকাদান, ও খাওয়ার শেষে এক্কেবারে নবাবি রিতিতে আঁচানো আপনাকে দেবে এক্কেবারে রাজকীয় অনুভূতি। এখানকার মেনু চেনা রাজস্থানি ও গুজরাটি খাওয়ারের আওতা থেকে বেরিয়ে তৈরি করেছে এমন একটি মেনু যার মধ্যে আছে রাজস্থান ও গুজরাটের নানান অজানা অপিরিচিত বিভিন্ন পদ, যা এই রাজ্য গুলির স্বাদ তুলে ধরে খুব সুন্দর ভাবে।  তাই কলকাতার বুকে যদি পেতে চান খাঁটি রাজপুতানার অনুভূতি তবে যেতেই হবে রাজধানী থালিতে।কলকাতায় রাজস্থানি থালির অন্যতম ঠিকানা রাজধানী থালি।

  • জনমত– “কলকাতার বুকে এমন দারুন রাজস্থানি খাওয়ারের ঠিকানা কোন নেই। এখানকার মেনু থেকে নানান আঞ্চলিক রাজস্থানি খাওয়ারের সাথে পরিচিত হওয়া যায় যা আমাদের স্বাদকোরক এর ক্ষেত্রে দুর্দান্ত।
  • কি খাবেনরাজস্থানি থালি, জলেবি, আম রস, কেশরীয়া লসসি