কলকাতার সেরা 10 টি রাজস্থানি থালি-র (Rajasthani Thali) সন্ধান

10. The Rose Confectionary [দ্য রোস কনফেকশনারি, সেক্টর ৫]

কলকাতার সবথেকে ব্যাস্ত কর্মক্ষেত্র সেক্টর ৫ এ অবস্থিত রোস কনফেকশনারি কলকাতায় কম দামে দারুন লোভনীয় কিছু থালি পরিবেশন করে। এছাড়া এখানকার কেক ও পেস্ট্রি ও বেশ বিখ্যাত। এখানকার দ্রুত ও দক্ষ সার্ভিস এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে।

  • জনমত- “এদের থালি গুলো তো অত্যন্ত স্বুস্বাদু, তার সাথে কেকের ও নানা ধরনের কালেকশন আছে যা একে অফিসযাত্রী দের পছন্দের করে তুলেছে।“
  • কি খাবেন- থালি, মোমো, চিকেন স্যান্ডুইচ।

কলকাতায় বাঙালী প্রধান হলেও এখন এখানে প্রায় সম পরিমাণে অবাঙালী মানুষও বসবাস করেন, ফলে তাদের সাথে সাথে  তাদের সংস্কৃতি গুলিও এসেছে। আর বাঙালিরা সেগুলিকে প্রায় নিজের করে নিয়েছে। তেমনই হয়েছে তাদের খাওয়ার। কলকাতায় বসেই আপনি পাবেন সারা ভারতবর্ষের স্বাদ। তাই চেখে দেখাই যেতে পারে এই থালির কালেকশন।

লেখক: পূজা বিশ্বাস।