কলকাতার সেরা 10 টি বিখ্যাত রেস্তোরাঁ (Legendary Restaurant)

7. COOKIE JAR (কুকি জার, লিউডন ষ্ট্রীট)

A post shared by Kookie Jar (@kookiejarkolkata) on

কলকাতার খ্যাতনামা বেকারি গুলির মধ্যে লিউডন ষ্ট্রীটে অবস্থিত কুকি জারের নাম অন্যতম। বহু বছর পুরনো এই প্রতিষ্ঠান কলকাতার কেক সাম্রাজ্যের অন্যতম প্রধান সদস্য। এর অসাধারণ স্বাদের সমস্ত বেকড জিনিস সমস্ত কলকাতার মানুষের কাছে জনপ্রিয়। এখানকার দাম অন্যান্য বেকারির থেকে একটু বেশি হলেও তা একেবারেই যৌক্তিক। কুকিজারের বিভিন্ন শাখা কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকেলও এদের স্টক প্রায় প্রত্যেকদিন ই বিকেল ৪টের মধ্যে প্রায় শেষ হয়ে আসে। তবে আর ভাবছেন কি? যান এক্ষুনি।

  • জনমত- “এখানে একটু বেশি সময় লাগলেও আমি এখানেই আসি, এই স্বাদের কোন তুলনা হয়না।“
  • কি খাবেন- লেমন তারত, এগ স্যান্ডুইচ, চকলেট বোট, কর্ণ পাফ, চকলেট ইভেশন।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৩৫০ টাকা
  • শাখা- সিটি সেন্টার ১, হিন্দুস্থান পার্ক, এনক্লেভ আলীপুর।

8. ROYAL INDIAN HOTEL (রয়্যাল ইন্ডিয়ান হোটেল, বড় বাজার)

A post shared by Mounarshi Santra (@mounarshi) on

কলকাতার সবথেকে ব্যস্ত এলাকা বড় বাজারের একেবারে মধ্যস্থলে অবস্থিত রয়্যাল ইন্দিয়ান হোটেল বেশ পরিচিত। এখানকার খাওয়ার এর স্বাদ ও এর দ্রুত সার্ভিস এর জনপ্রিয়তার অন্যতম কারণ। এখানকার অন্যান্য খাওয়ার খুব বিশেষ অন্যরকম না হলেও এখানকার বিরিয়ানি কম মশলার কিন্তু বেশ স্বুস্বাদু। কলকাতায় বেশ পুরনো ও বিখ্যাত এই রেস্তোরাঁয় বিরিয়ানি প্রেমিদের একবার যেতেই হবে।

  • কি খাবেন- মাটন চাপ, ফিরনী, বিরিয়ানি, লখনউই বিরিয়ানি, পসন্দা কাবাব।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৫০০ টাকা।
  • শাখা- পার্ক সার্কাস।