কলকাতার সেরা 13 বিরিয়ানির ঠিকানা (Biryani Joints)

9. Alibaba (আলিবাবা, গোলপার্ক)

কলকাতায় আছেন আর এখনও একবারও আলিবাবার বিরিয়ানি খান নি, এমন কলকাতা বাসি খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে যদি সত্যি না খেয়ে থাকেন, তো যত তাড়াতাড়ি সম্ভব যান। আলিবাবা হল কলকাতার সবথেকে বড় বিরিয়ানি রেস্তোরাঁ চেন। এর বিরিয়ানি ছাড়াও আরও নানা রান্না অত্যন্ত বিখ্যাত। তবে সাবধান! কলকাতায় এমন অনেক আলিবাবা নামের আউটলেট আছে যা আদতে নকল। তাই একটু খেয়াল করে যাবেন।

  • এখানকার বিরিয়ানির স্বাদের সাথে সাথে পরিবেশটিও বেশ শান্ত এখানে আমরা খুব শান্তিতে খেতে পারি।”
  • আর কি চেখে দেখবেন – তন্দুর ও কাবাব।
  • শাখা– সল্টলেক, রাজারহাট, বাঘাযতিন।

10. Shiraz Golden Restaurant (শিরাজ গোল্ডেন রেস্তোরাঁ)

হাল্কা মশলার, ভালো মানের বিরিয়ানি খেতে চান? তবে শিরাজ আপনার জন্য। গোটা কলকাতার মধ্যে সবথেকে ব্যাস্ত বিসনেস হাবের মধ্যে অবস্থিত এই রেস্তোরাঁ  কলকাতার অফিসযাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়।

  • “দারুন খাওয়ার”
  • আর কি চেখে দেখবেন – চিকেন চাপ ও মাটন কষা।
  • শাখা– পি ২১৮, ফুলবাগান, ডি সি ই এস ডি অফিসের কাছে, কাঁকুড়গাছি, কলকাতা।