কলকাতার সেরা 10 পিৎজার জয়েন্টের ঠিকানা – Best Thin Crust Pizza In Kolkata

9. fire & ice pizzeria (ফায়ার অ্যান্ড আইস পিজেরিয়া, পার্ক ষ্ট্রীট)

A post shared by Miss.Gargi.Biswas (@g_a_r_g_i_) on

কলকাতার বুকে সেরা পিৎজার ঠিকানা চান? ফায়ার অ্যান্ড আইস পিযেরিয়া। অসাধারণ সুন্দর ডেকর তার সাথে দারুন করে সাজানো বার ও ডাইনিং এরিয়া সমৃদ্ধ এই রেস্তোরাঁ ইটালিয়ান মালিকের ছত্র ছায়ায় এক অসম্ভব সুন্দর ইটালিয়ান আবহাওয়া দেয় এখানে আসা মানুষদের। এখানকার নানান টপিং যা হয় আপনার বহু পরিচিত নানান রেস্তোরাঁর থেকে একেবারে আলাদা ও সুস্বাদু আপনাকে দেবে খাঁটি ইটালিয়ান গন্ধ ও স্বাদ। ফায়ার অ্যান্ড আইসের পিৎজার থিন ক্রাস্ট ও অসাধারণ স্টাফিং একে পিৎজা প্রেমিদের অন্যতম পছন্দ করে তুলেছে। পার্ক ষ্ট্রীট এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁ খুঁজে পেতে খুব অসুবিধে না হলেও এখানে পার্কিং পেতে বেগ পেতে হতে পারে, তবে স্বাদের জন্য সেটা সহনিয় হয়ে ওঠে। এর অসাধারণ সুন্দর কাঠের ফিনিশিংএর অন্দর সজ্জা এই রেস্তোরাঁ কে দেয় একটি খাঁটি ইটালিয়ান ডাইনিং এর রূপ। পীৎজার ভক্ত হলে যেতেই হবে ফায়ার অ্যান্ড আইসে।

  • কী খাবেন- ফায়ার অফ বেঙ্গল, লা মারিনারা, স্প্যাগেটি কারবোনারা।
  • বিশেষত্ব– এর অসাধারণ স্বাদের ইটালিয়ান খাওয়ার, ও এর অন্দর সজ্জা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১৬০০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে রাত ১২ টা।

10. t.f.o (টি এফ ও- দ্য ফ্যাক্টরি আঊটলেট, ক্যামাক ষ্ট্রীট)

ওয়েস্ট সাইড বিল্ডিঙের ৬ তলায় অবস্থিত দ্য ফ্যাক্টরি আঊটলেট, কলকাতার বুকে এক অসাধারণ রেস্তোরাঁ  যাদের অন্দর সজ্জার সাথে সাথে খাওয়ারও অসাধারণ স্বাদের। এখানকার ডেকরে গোলাপী রঙের আধিক্য থাকায় এর পরিবেশে একটি দারুণ সুন্দর অনুভূতি থাকে। এখাণকার খাওয়ার পরিবেশনের স্টাইল ও বেশ জনপ্রিয়। এছাড়া এখানে হ্যাপি আওয়ার ও অন্যান্য নানা অফারের জন্য এখানকার দাম সাধ্যের মধ্যে থাকে, ফলে কলেজ পড়ুয়া দের কাছে এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয়। এখানকার দারুণ সমস্ত টপিঙের পীৎজা ও আরও নানান ইউরোপিয়ান পদ একে কলকাতা বাসির কাছে জনপ্রিয় করে তুলেছে।

  • কী খাবেন-  হাওয়াইয়ান পীৎজা, চিকেন ফীয়েশটা, টীক্কা কীমা পীৎজা।
  • বিশেষত্ব- এর অসাধারণ ডেকর ও সার্ভিস।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১২০০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে রাত ১২টা।

আর একটি রইল ফাউ

Eagle Boys Pizza (ঈগল বয়েস পিৎজা, রুবী)

A post shared by Indranil Saha (@indro.neel) on

কলকাতার সবথেকে ব্যস্ত এলাকা রুবী হসপিটাল এলাকা, এখানেই অবস্থিত ঈগল বয়েস  পীৎজা, সুন্দর সাজানো এই আঊটলেটে পাওয়া যায় নানান নতুন ধরনের পীৎজা যা আপনার পীৎজা প্রেমকে আরও বাড়িয়ে তুলবে। কলকাতায় থাকলে একবার যেতেই হবে কলকাতার সেরা পীৎজা জয়েণ্ট গুলির মধ্যে একটা এই ঈগল বয়েস পীৎযায়।

  • কী খাবেন- গার্লীক প্রন পীৎজা, ভেজী পীৎজা, চকলেট সুইৎজা।
  • বিশেষত্ব- এর বিরাট টপীং এর তালিকা।
  • খরচ-  ২জনের জন্য খরচ প্রায় ৭৫০ টাকা।
  • সময়- সকাল ১১টা থেকে রাত ১১টা।

কলকাতার বুকে আছে নানান দেশি বিদেশি খানার রেস্তোরাঁ, আপনি যদি ইটালিয়ান পছন্দ করেন তবে যেতেই পারেন এই সমস্ত রেস্তোরাঁ গুলিতে। তবে মনে রাখবেন যদি কোন বিশেষ দিনে যান তবে টেবিল বুক করে নিলে আপনার সুবিধে হবে। কলকাতার পিৎজা প্রেমিদের জন্য রইল কলকাতার সেরা ১০ টি পিৎজার ঠিকানা।

লেখক: পূজা বিশ্বাস।