কলকাতার সেরা 10 পিৎজার জয়েন্টের ঠিকানা – Best Thin Crust Pizza In Kolkata

5. alla bella mozzarella (আল্লা বেল্লা মযারেলা, বালিগঞ্জ)

A post shared by Sayani Sarkar (@sayaniblue) on

দক্ষিণ কলকাতার সবথেকে সুন্দর এলাকায় অবস্থিত আল্লা বেল্লা মযারেলা, এর অনন্য নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি ইটালিয়ান রেস্তোরাঁ। কলকাতার বেশ জনপ্রিয় এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁর দারুন সুন্দর ও শান্ত পরিবেশ এখানে আসা মানুষকে দেয় একটি রিফ্রেশিং আবহাওয়া যেখানে বন্ধুদের সাথে বা প্রিয় জনের সাথে কাটানো সময় হয়ে ওঠে আরও মনোরম। এই রেস্তোরাঁর খাঁটি ইটালিয়ান সাজ ও পিৎজার ইটালিয়ান স্বাদ একে কলকাতার মানুষের কাছে করে তুলেছে বেশ জনপ্রিয়। এছাড়াও এখানকার অন্যান্য ইটালিয়ান রান্না ও অসাধারণ সুস্বাদু। তাই আপনি যদি থাকেন ইটালিয়ান খাওয়ার মুডে তাহলে আসতেই পারেন আল্লা বেল্লা মযারেলায়।

  • কি খাবেন- আল্লা বেল্লা মযারেলা স্পেশাল, পেপরোনি পিৎজা।
  • বিশেষত্ব- এর ছোটো খাটো পরিসরে পরিপাটি সাজ সজ্জা ও অসাধারণ স্বাদের ইটালিয়ান খাওয়ার।
  • খরচ- ২ জনের খরচ প্রায় ৯০০ টাকা।
  • সময়- দুপুর ১২ঃ৩০ টা থেকে রাত ১১ টা।

6. the corner courtyard (দ্য কর্নার কোর্টইয়ার্ড, হাজরা)

বাইরে থেকে দেখে একটি পুরনো কলকাতার বাড়ি মনে হলেও ভেতরে দ্য কর্নার কোর্টইয়ার্ড আক্ষরিক অর্থেই একেবারে নতুন, এর সাজ সজ্জা অত্যন্ত সুন্দর। কিছু গ্রাহকের মতে তো এটি কলকাতার সবথেকে সুন্দর ক্যাফে। দ্য কর্নার কোর্টইয়ার্ড একটি বাড়ির ২ টি তলা জুড়ে বিস্তৃত একটি ক্যাফে কাম বার, এখানকার সার্ভিস অত্যন্ত ভালো, আর কর্মচারীরাও অত্যন্ত ভদ্র। এখানকার খাওয়ারের স্বাদ অসাধারণ, পিৎজা তো অবশ্যই তবে তা ছাড়াও এই রেস্তোরাঁর নানান মেক্সিকান ও অন্যান্য ইটালিয়ান খাওয়ার  অত্যন্ত সুস্বাদু। দারুন সুন্দর টম্যাটো ও বেল পেপারের টপিঙে এখানকার পিৎজা গুলি হয় যেমন রঙ্গিন তেমনই স্বাদের। তাই আপনি যদি হন ডাই হার্ড পিৎজা প্রেমি তাহলে আপনাকে আসতেই হবে দ্য কর্নার কোর্টইয়ার্ডে।

  • কি খাবেন- হাওয়াইয়ান পিৎজা, শেফস্ স্পেশাল পিৎজা, ভেজি লাভারস পিৎজা।
  • বিশেষত্ব- এর অসাধারণ সুন্দর সজ্জা ও দারুন স্বাদের ও টপিঙের পিৎজা।
  • খরচ-  ২ জনের জন্য খরচ প্রায় ১৫০০ টাকা
  • সময়-  সকাল ৮ টা থেকে রাত ১২টা।