কলকাতার সেরা 10 পিৎজার জয়েন্টের ঠিকানা – Best Thin Crust Pizza In Kolkata

3. cafe mejuna (ক্যাফে মেযুনা, ফোরাম মল)

A post shared by Victor Roy (@victorroy45) on

কলকাতার মলের মধ্যে হওয়া সত্বেও ক্যাফে মেযুনার ডেকরের একটা বড় অংশ হল দিনের আলো যা একে বেশ একটা ফ্রেশ লুক দেয়। ফোরাম মলের মধ্যে অবস্থিত এই রেস্তোরাঁ কলকাতার অল্প বয়সীদের মধ্যে এর অসাধারণ মিউজিক ও পিৎজার জন্য বেশ বিখ্যাত। পিৎজা জয়েন্ট হিসেবে এর জনপ্রিয়তার আরও একটি বড় কারণ হল এর দারুন বিয়ারের সম্ভার। ক্যাফে মেযুনাতে অসাধারণ ভারতীয় ও নির্ভেজাল ইতালিয় টপিঙের পিৎজা পাওয়া যায় যা কলকাতার পিৎজা প্রেমিরা বেশ পছন্দ করে। এখানে মিউজিক এর কথা আলাদা করে বলতেই হয় বর্তমান প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে এখানে দারুন সমস্ত মিউজিক বাজানো হয় যা আপনাকে এনে দেবে একটি দারুন মুডে।  তাই আপনি যদি খেতে চান দারুন স্বাদের পিৎজা আর কাটাতে চান কিছুটা ভালো সময় তবে যেতেই পারেন ক্যাফে মেযুনা। কলকাতার বুকে বেশ অন্যরকম একটা পরিবেশ উপহার দেবে আপনাকে।

  • কি খাবেন- স্মোকড মসারেলা পিৎজা, টুইন চিকেন পিৎজা, স্মোকড চিকেন অ্যান্ড গোট চীজ পিৎজা।
  • বিশেষত্ব- এখানকার পরিবেশ ও দ্রুত সার্ভিস।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১৬০০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে রাত ১১ টা।
  • শাখা- সাউথ সিটি মল।

4. little italy (লিটিল ইতালি, ফোর্ট নক্স)

A post shared by K for Kolkata (@kforkolkata) on

কলকাতার বুকে এক টুকরো ইটালি? ভাবছেন কোথায়? কাছেই ক্যামাক ষ্ট্রীটে। ক্যামাক ষ্ট্রীটে গেলে আপনি পাবেন লিটিল ইটালি রেস্তোরাঁ যার অন্দর সজ্জা যেমন সুন্দর তেমনই সুন্দর এখানকার  কর্মচারীদের ব্যাবহার। এখানে আপনি পাবেন খাঁটি ইটালিয়ান খাওয়ার, যার মধ্যে সবথেকে জনপ্রিয় হল পিৎজা। এখানকার টিপিকাল ইটালিয়ান পিৎজার স্বাদের সঙ্গে অসাধারণ সমস্ত টপিং সব মিলিয়ে পিৎজা প্রেমিদের জন্য আদর্শ জায়গা। এছাড়া এখানকার দামও সাধ্যের মধ্যে। শহর কলকাতার প্রান কেন্দ্রে অবস্থিত এই রেস্তোরাঁ  কলকাতার অল্প বয়সীদের মধ্যে বেশ বিখ্যাত। তাই আপনি যদি আপনার পরিবার পরিজন বা বন্ধুদের সাথে কাটাতে চান দারুন সময় পিৎজার সাথে তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হল লিটিল ইটালি।

  • কি খাবেন- পিৎজা নাপোলি, পিৎজা টো টো, পিৎজা প্যাপরিকা।
  • বিশেষত্ব- দারুন সুন্দর পরিবেশ আর দ্রুত ও সুন্দর সার্ভিস।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১৪০০ টাকা।
  • সময়- দুপুর ২ টো থেকে বিকেল ৩ঃ৩০, ও সন্ধ্যে ৭টা থেকে রাত ১১ঃ৩০টা।