Best Chinese Restaurants in Kolkata – কলকাতার সেরা 10টি চাইনিস রেস্তোরাঁ

7. TUNG FUNG (টুং ফং, পার্ক ষ্ট্রীট)

কলকাতার সবথেকে জনপ্রিয় এলাকায় প্রায় ৫টিরও বেশী বিখ্যাত রেস্তোরাঁর মাঝে তুলনামূলক ভাবে নতুন রেস্তোরাঁ টুং ফং খুব কম সময়ের মধ্যেই বেশ পসার জমিয়েছে। এখানকার খাঁটি তিব্বতি ও চীনে খানা কলকাতার ভোজনরসিক মানুষের মধ্যে  বেশ জনপ্রিয়। টুং ফং এর চাইনিস ডোমের আদলে তৈরি অন্দর ও এর আরামদায়ক বসার ব্যবস্থা এই রেস্তরাঁর দ্রুত বাড়তে ঠাকা জনপ্রিয়তার আর একটি কারণ। কলকাতার বুকে খাঁটি চীনে অনুভূতির জন্য যেতেই হবে কলকাতার এই “নিউ ফাঊণ্ড চাইনা”- টুং ফং এ।

  • জনমত- “এখনকার আলোকসজ্জা ও এর চীনে বিল্ডিঙের আদলে তৈরি ডোম আপনাকে একেবারে চীনের অনুভূতি ডেবে।“
  • কী চেখে দেখবেন- কূঙ পাও চিকেন, কৃস্পি বেবী কর্ণ উইথ হানী, চীলী গার্লীক পেপার ফিস।
  • এক্স ফ্যাক্টর- এখানকার দারুণ সুন্দর আলোক ও অন্দর সজ্জা।
  • শাখা- নেই।

8. CHOWMAN (চাঊম্যান, পার্ক ষ্ট্রীট)

কলকাতার সবথেকে ব্যাস্ত অফিস পাড়ায় অবস্থিত রেস্তোরাঁ চাঊম্যান, কলকাতার অফিসযাত্রী দের মধ্যে বেশ জনপ্রিয়। লীটল রাসেল ষ্ট্রীটের ওপর অবস্থিত এর টেক হোম কাউন্টারের সামনের ভীড় দেখেই বোঝা যায় এর স্বাদের অতুলনীয়তা। ছোটো একটি দোকান থেকে উন্নীত হয়ে এখন সুন্দর বসার জায়গা ও শাজ সজ্জার এই রেস্তরাঁর দাম আছে মধ্যবিত্তের পকেটের আওতায় তাই এর জনপ্রিয়তায় ও ভাঁটা পড়েনি।

  • জনমত- “এখানকার ঘরোয়া ছোটোখাটো জায়গা ও আন্তরিক ব্যাবহার এখানে মানুষকে টেনে আনে বারবার।“
  • কী চেখে দেখবেন- যে কোন চাইনিস আমীষ পদ।
  • এক্স ফ্যাক্টর- খাঁটি ও টাটকা খাওয়ার।
  • শাখা- সিঁথি, বাগুইহাটি, সেক্টর ১, বালীগঞ্জ, গ্লফ গ্রিন, বেহালা, গড়ীয়া।