Best Chinese Restaurants in Kolkata – কলকাতার সেরা 10টি চাইনিস রেস্তোরাঁ

3. TUNG NAM (টুং নাম, টিরেটি বাজার)

A post shared by Petuk (@petuksquare) on

কলকাতার চিনে পাড়ার মধ্যস্থলে অবস্থিত রেস্তোরাঁ টুং নাম, কলকাতার চিনে অধিবাসীদের মধ্যে তো বটেই, এমনকি বাঙালী বা অবাঙালী কলকাতাবাসীর মধ্যেও খুব জনপ্রিয়। এই রেস্তোরার অবস্থান ও এর কম খরচের জন্য টুং নামের জনপ্রিয়তা প্রচুর। এছারা এখানকার চিনে ধাঁচের সাজ, কর্মচারীদের পরিবেশনের মধ্যে একটি আলাদা রকম ছাপ থাকায় এখানে মানুষ ফিরে আসেন বারবার।

  • জনমত-  “কলকাতার চিনে পাড়ার গুপ্তধন হল তুং নাম।“
  • “কলকাতার চিনে পাড়ায় বসে চিনা খাওয়ার চাখতে হলে তুং নাম হল সেরা পছন্দ।“
  • কি চেখে দেখবেন- নুডলস, ক্লিয়ার স্যুপ, ফ্রায়েড চিলি পর্ক, পেপার চিকেন।
  • এক্স ফ্যাক্টর- এখানকার খাঁটি চিনে অন্দরসজ্জা এখানকার জনপ্রিয়তার একটা কারন।
  • শাখা- নেই।

4. RED BAMBOO SUIT RESTAURANT (রেড ব্যাম্বু শুট রেস্তোরাঁ, গড়িয়া)

নতুন কলকাতার ব্যাস্ততম প্রাণকেন্দ্রে অবস্থিত এই চাইনিস রেস্তোরাঁ বর্তমানে কলকাতার সবথেকে পছন্দের চিনে খানার গন্তব্য। এখানকার সুন্দর সাজ, আর কর্মচারীদের অত্যন্ত ভালো আচরণ এখানকার জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে। কলকাতার তো বটেই কলকাতায় আসা নতুন কারুর পক্ষে এখানে আসা একটা দারুন অভিজ্ঞতা। এখানকার সার্ভিসও খুব সময়মত হয়। তাই আপনি যদি থাকেন কলকাতায় আর এই অবিরাম শব্দ ও ব্যাস্ততার মধ্যে থেকে পেতে চান একটু ছুটি, তবে আসতেই হবে রেড ব্যাম্বু শুট রেস্তোরাঁয়।

  • জনমত- “ভীষণ ব্যাস্ত এলাকার মধ্যে দাঁড়িয়ে থাকা এই রেস্তোরাঁর রান্না তো অতুলনীয় তবে এখানকার কর্মচারীরা অত্যন্ত ভদ্র ও রুচিবোধ সম্পন্ন।“
  • কি চেখে দেখবেন- চিকেন মোমো, ক্রিস্পি বেবি কর্ণ, কঞ্জি ক্রিস্পি ল্যাম্ব, কুং পাও চিকেন।
  • এক্স ফ্যাক্টর- এখানকার কর্মচারীদের ব্যাবহার, ও দারুন পরিবেশ।
  • শাখা- নেই