10 Best Authentic Bengali Restaurants in Kolkata – কলকাতার বাঙালী রেস্তোরাঁ

7. Sholoana Bangali  [ষোলোয়ানা বাঙালী, প্রিন্স আনোয়ার শাহ রোড]

কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা ও জনপ্রিয় মল, সাউথ সিটি মলের পাশে অবস্থিত রেস্তোরাঁ ষোলোয়ানা বাঙালি, এর নামেই বোঝা যায় এর বাঙ্গালিত্বের ভাব।  লর্ডসের মোড়ের থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই রেস্তোরাঁ  বাঙালী খানার জন্য কলকাতায় বেশ বিখ্যাত। মোচার চপ থেকে শুরু করে ভাপা পাতুরি, শুক্তো, পাচমেশালি তরকারি যে কোন বিশুদ্ধ বাঙালী রান্না আপনি এখানে পারেন। কলকাতার সবথেকে জনপ্রিয় সাউথ সিটি মলের মধ্যে একেবারে সাধারণ লোহার টেবিল চেয়ার সমন্বিত এই রেস্তোরাঁ দেখলে বুঝতে পারবেন না আলাদা করে কিছু, তবে খাওয়ারের দিক দিয়ে ষোলোয়ানা বাঙালিয়ানা আপনাকে হতাশ করবেনা।

  • কি খাবেন- ভেটকি পাতুরি, ছানার ডালনা, চিকেন ডাক বাংলো, মাটন ডাক বাংলো, মাটন কষা, আম দই।
  • এক্স ফ্যাক্টর- সাউথ সিটি মলের ভেতরে অবস্থিত হওয়ায় এটি খুঁজে পাওয়া বেশ সুবিধাজনক।
  • জনমত- “কলকাতার বুকে কম দামে দারুন স্বাদের বাঙালী খাওয়ার খেতে হলে আসতে হবে এখানে।”
  • সময়- দুপুর ১২টা থেকে বিকেল ৪টে, বিকেল ৬ঃ৩০ থেকে রাত ১০ঃ৩০টা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৫০০ টাকা।
  • শাখা- সেক্টর ৫, বেহালা, গড়িয়া।

8. Bhojohori Manna [ভজহরি মান্না, গড়িয়াহাট]

A post shared by Eddy (@eddy.27) on

কলকাতায় গড়িয়াহাটে যেমন আছে জামাকাপড়ের দোকান তেমনি আছে নানান ধরনের খাওয়ার দোকান, রেস্তোরাঁও। এই গড়িয়াহাটের হিন্দুস্থান রোডের ওপর দাঁড়ানো রেস্তোরাঁ ভজহরি মান্না কলকাতার বেশ পুরনো রেস্তরাঁগুলির মধ্যে অন্যতম। এখানকার বাঙালী রান্নার খ্যাতি সারা রাজ্য জুড়ে আছে। কলকাতায় এলে পর্যটকেরা এখানে একবার আসেই। এখানে নিরভেজাল বাঙালী রান্না- ভাজাভুজি, শুক্তো তরকারি থেকে শুরু করে মাটন ডাকবাংলো, কষা, ভাপা ইলিশ ইত্যাদি নানা রকমের পদ পাওয়া যায়। কলকাতার নানান প্রান্তে ছড়িয়ে আছে এর বিভিন্ন শাখা; প্রত্যেকটিতেই এক সুন্দর পরিবেশ ও অসাধারণ সমস্ত রান্না ও দারুন সার্ভিসের ফলে এখানে একবার এলে ফিরে আসতে হয় বারবার।

  • কি খাবেন- মোচার পাতুরি, ডাব চিংড়ী, কষা মাংস, ছানার ডালনা।
  • এক্স ফ্যাক্টর- অতুলনীয় স্বাদের খাওয়ারের সাথে দারুন সার্ভিস, আর অসাধারণ পরিবেশ।
  • জনমত- কলকাতার সমস্ত বাঙালী রেস্তোরাঁর মধ্যে অন্যতম বিখ্যাত এই রেস্তরাঁটি।”
  • সময়- দুপুর ১২টা থেকে রাত ১০ঃ৩০টা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৬০০ টাকা।
  • শাখা- সেক্টর ৫, হাতিবাগান, হাজরা।