10 Best Authentic Bengali Restaurants in Kolkata – কলকাতার বাঙালী রেস্তোরাঁ

3. Thakrun [ঠাকরুন, হিন্দুস্থান পার্ক]

কলকাতায় হিন্দুস্থান পার্কের কাছে অবস্থিত, অন্যান্য রেস্তোরাঁর তুলনায় অনেক নতুন এই রেস্তোরাঁ ঠাকরুনের নামযশ ইতিমধ্যেই বেশ বেড়েছে। এখানকার খাঁটি বাঙালী সাজগোজ ও খাওয়ার এর তালিকা বেশ বিস্তৃত ও সাজানো, এবং এর প্রত্যেকটি পদ খুব স্বুস্বাদু হয়। এখানে সার্ভিস এমনি দিনে খুব স্বাভাবিক হলেও কোন উৎসবের দিনে বা নানান ঊপলক্ষে এখানে ভীড় হয় বেশ, ফলে অপেক্ষাও করতে হতে পারে বেশ কিছুক্ষণ। তবে এই সবুরে যে মেওয়া ফলবে, তা বলাই বাহুল্য।

  • কী খাবেন- ভেজ থালি, রসোগোল্লা, লুচি, ফীশচপ, গন্ধরাজ চিকেন, ডাব চিংড়ী।
  • এক্স ফ্যাক্টর- ঠাকরুনের ব্যাপ্তি ছোটো হলেও এর অন্দর সজ্জা বেশ সুন্দর এবং এখানকার খাওয়ারের স্বাদও অসাধারণ।
  • জনমত- “কলকাতার বুকে ছোট্টো জায়গায় শান্ত পরিবেশে বাঙালী খাওয়ার খাওয়ার জন্য ভালো জায়গা হল ঠাকরুন।”
  • সময়- সকাল ১১টা থেকে রাত ১১টা।
  • খরচ- দুজনের জন্য খরচ প্রায় ৭০০ টাকা।
  • শাখা- নেই।

4. The Bhoj Co. [দ্য ভোজ কম্পানি, নিউ মার্কেট]

A post shared by Yogesh Sharma (@yogi_s14) on

কলকাতার অন্যতম ব্যাস্ত এলাকা নিউ মার্কেটের মধ্যে অবস্থিত বাঙালী রেস্তোরাঁ “দ্য ভোজ কম্পানি”। এখানে আদ্যপান্ত বাঙালী মেনু তে আছে ‘কচু পাতা চিংড়ী ভাপা, করোলা ভাজা; এমনকি ঢ্যাঁড়শ আলু ভাজার মতো ছাপোশা বাঙালী খাওয়ার। এখানে গেলে পাবেন একদম বাড়ীর স্বাদ। কলকাতার সবথেকে বড় মার্কেটে  কেনাকাটার মাঝে এখানে খাওয়া হবে সেরা ব্রেক। এখানে এর সাথে পাওয়া যায় সমস্ত বাঙালী মাছের পদ ও তার সাথে নানান মাংসের পদও। দ্য ভোজে আপনি বেশ কয়েক রকমের বিরিয়ানি ও পাবেন। তাই যদি থাকেন নিউ মার্কেটে, ও নানান দেশি বিদেশি খানার মাঝে যদি আপনার খেতে ইচ্ছে করে খাঁটি বাঙালী খানা তবে চলে আসুন দ্য ভোজ কম্পানিতে।

  • কী খাবেন- কচু পাতা, চিংড়ী ভাপা, ভুনা খিচুড়ি, চিকেন কারী, চিংড়ী মালাইকারী।
  • এক্স ফ্যাক্টর- এখানকার অন্দরসজ্জা বেশ সুন্দর আর এখানকার খাওয়ারের দামও বেশ কম। এছাড়া এখানকার খাঁটি বাঙালী খাওয়ারের স্বাদের খাঁটিত্ব আছে বেশ।
  • জনমত-  “ইলিশ – চিংড়ি – মাংস- সব্জী! খাও বসে শুধু ডুবিয়ে কব্জি ; আলুপোস্ত – লাউচিংডী বা কচুরশাকের খোঁজ ; চলে যান খেতে সুপরিবেশে, নিউমার্কেট * ভোজ”- পায়েল বিশ্বাস
  • সময় – সকাল  ৮ঃ৩০ থেকে রাত ১২ টা।
  • খরচ- ২ জনের খরচ প্রায় ৪০০ টাকা।
  • শাখা- ডালহৌসি-বিবাদি বাগ।