Best Momo in Kolkata কলকাতার সেরা 7 টি মোমো জয়েন্ট (Momo Joint)
4. ORCHID (অর্কিড, এলগিন রোড)
কলকাতায় সবথেকে পুরনো ওরিয়েন্টাল খাওয়ারের জায়গা হিসেবে বিখ্যাত অর্কিড। এলগিন রোডে অবস্থিত এই চাইনিস ফুড জয়েন্ট বাইরে থেকে দেখতে সেরকম ইম্প্রেসিভ না হলেও এখানকার বসার ব্যবস্থা অত্যন্ত আরামদায়ক ও এখানকার কাস্টমার দের কথা মাথায় রেখে তৈরি করা, আর দামও সাধ্যের মধ্যে। ফলে যদি পকেটে টান থাকে তবু মন মোমোর জন্য হয়ে ওঠে উতলা তবে যেতেই পারেন অর্কিড আর চেখে দেখতে পারেন এক প্লেট আপনার পছন্দের মোমো।
- কি কি চেখে দেখবেন- ক্লিয়ার স্যুপ, থুকপা, প্যান ফ্রায়েড মোমো, স্টির ফ্রায়েড চিলি পর্ক।
- জনমত- এখানকার পর্ক মোমো আর তার সাথের ক্লিয়ার স্যুপ টা অত্যন্ত স্বুস্বাদু, আর এর দামও বেশ কম।
- শাখা- নেই
Comments are closed.